ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বিজেপি ভারত ছাড়ো’ ডাক দিলেন মমতা

প্রকাশিত: ২৩:১৪, ২১ জুলাই ২০১৭

‘বিজেপি ভারত ছাড়ো’ ডাক দিলেন মমতা

অনলাইন ডেস্ক ॥ ২১ জুলাই ‘শহিদ দিবস’ উপলক্ষে ধর্মতলায় আজ বিশাল সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী-সমর্থকরা দলে দলে এসে হাজির হয়েছেন। আজ সেই সভাস্থল থেকে রাজ্যবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন - ৯ অগস্ট থেকে শুরু হবে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচি। চলবে ৩০ অগস্ট পর্যন্ত। বললেন মমতা। • বিজেপিকে দেশ থেকে উত্খাত করব, এটা আমাদের চ্যালেঞ্জ। • সব আসন জিততে হবে। ধর্মতলা থেকে কর্মীদের উদ্দেশে বার্তা মমতার। • ৩০% ভোটও পারেন না মোদীবাবু। • এত শোষণ, অত্যাচার, ভয় দেখানো আমরা কোনও দিন দেখিনি। • নারদার মামলা কেন এখনও শেষ হচ্ছে না। ২১ জুলাইয়ের আঘে সুব্রত, ফিরহাদকে ডাকা হয়েছে। • দিল্লির রক্তচক্ষুতেও অমর্ত্য সেন নিরাপদ নন। • বিজেপি দুর্নীতির পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। • গুজবে কেউ কান দেবেন না। কেউ দাঙ্গা করতে আসছে বুঝলে তাড়া করবেন। • ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে না। • ফেসবুককে আমি সম্মান করি, ফেকবুককে নয়। • গুজরাতের হিরে ৩% ট্যাক্স আর বাংলার জিরে ১৪ %। • নোট বাতিলের ফলে দেশের কর্ম সংস্থান কমেছে। ব্যাঙ্কের নন-পার্ফর্মিং অ্যাসেট বেড়েছে। • ২০১৯-এ একটা সিটও নিতে দেব না বিজেপিকে। • যত আঘাত করবে, তত বাড়বে তৃণমূল। • নোটবন্দির নামে দুর্নীতি, তদন্ত চাই। • ফেসবুকে ভুয়ো কিছু দেখলেই খবর দিন। • সারদা-নারদা মামলাকে ব্যবহার করা হচ্ছে। ভাবছে এ ভাবে সম্মানহানি করবে। আমরাও মানহানির মামলা করব। বাংলাদেশ, গুজরাতের ছবি দেখিয়ে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা। • কয়েকটা গুন্ডা মিলে দেশ চালাচ্ছে। আমরা ওদের চাকরবাকর নই। • মিড-ডে মিল খেলেই আধার কার্ড চাই। • কে কী খাবে, কে কী পরবে, ঠিক করে দেবে, বলেন মমতা। • চুনোপুঁটির থেকেও চুনো সে-ও বলছে আগুন লাগাবে। • সংবাদমাধ্যম খবর করলেও রেইড করা হচ্ছে। • বিজেপি কর্মীদের হাজার হাজার দুর্নীতি। তখন সিবিআই, ইডি কেউ নেই। সবাই ঘুমিয়ে পড়েছে। • গোরক্ষেকর নামে গোরক্ষস তৈরি হয়েছে। • যতই সারদা-নারদা করো, ২০১৯-এ বড়দা বিদায় হবেই। • তৃণমূল সরব বলে কণ্ঠরোধের চেষ্টা, বলেন মমতা। • দেশে জরুরি অবস্থার থেকেও ভয়ানক সময়। • বিজেপির দুর্নীতির বিরুদ্ধে সিবিআই কোথায়? • সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। • চক্রান্ত করে মারা হয়েছিল আমাদের কর্মীদের। • শহিদ পরিবারগুলোকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। • ২১ জুলাই কমিশনের রিপোর্ট এসেছে। রিপোর্টে বলা হয়েছে এটা বড় চক্রান্ত। • ২১ জুলাই মাথা নত করে না। • পরের বছর ২১ জুলাই অঙ্গীকার দিবস পালন করব। • ২১ জুলাই নতুন করে শেখার দিন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×