ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শুরু জমায়েত, মিছিলও, শহরের প্রায় সব রাস্তাই ধর্মতলামুখী

প্রকাশিত: ১৯:১৩, ২১ জুলাই ২০১৭

শুরু জমায়েত, মিছিলও, শহরের প্রায় সব রাস্তাই ধর্মতলামুখী

অনলাইন ডেস্ক ॥ তৃণমূলের আজ ২১শে জুলাই। জাতীয় রাজনীতিতে গত এক বছরে বেশ খানিকটা এগিয়ে যাওয়া তৃণমূল নেত্রী পাহাড় থেকে বসিরহাট হয়ে নারদা নিয়ে খানিকটা ব্যাকফুটে। এই অবস্থায় কিছুটা বেকায়দায় থাকা দলকে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন নজর থাকবে সে দিকেই। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জমায়েত। ধর্মতলায় সভামঞ্চে পৌঁছতে শুরু করেছে মিছিলও। ধামসা-মাদলের তালে নৃত্য চলছে সভাস্থলের সামনে। • শহরের রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। • মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ১১টি জায়ান্ট স্ক্রিন। • বাস, ট্রেন ও লঞ্চগুলোতে উপচে পড়েছে ভিড়। • ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পার্কোম্যাট ও বিধানসভায়। • দক্ষিণ কলকাতামুখী গাড়ি ব্রাবোর্ন রোড ও বিবাদী বাগ দিয়ে পাঠানো হচ্ছে। • উত্তর কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি স্ট্র্যান্ড রোড, মহাত্মা গাঁধী রোড দিয়ে পাঠানো হচ্ছে। • গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। • হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার, মিলনমেলা থেকে ধর্মতলার দিকে আসছে তৃণমূলের মিছিল। • উত্তর কলকাতামুখী গাড়ি স্ট্র্যান্ড রোড ও কালীকৃষ্ণ ঠাকুর রোড দিয়ে পাঠানো হচ্ছে। • ১০টি মেট্রো স্টেশনে বাড়তি পুলিশের ব্যবস্থা। • সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। • সভা শুরু হবে দুপুর ১২টায়। সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। • ভিড় কেমন হবে তা নিয়ে বিশেষ উৎসাহী নন মুখ্যমন্ত্রী। যদিও তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এ বার সমাবেশে রেকর্ড ভিড় হবে। সেটাই আরও চিন্তা বাড়িয়েছে পুলিশের। এ বার সমাবেশ সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন অভিষেক। • সকাল থেকেই তৃণমূলের নেতানেত্রীরা শহরের বড় স্টেশনগুলিতে সব বিষয় তদারকি করছেন। সকাল ১১.৩০টায় কালিঘাটের বাসভবন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন মমতা। • গত ছ’বছরের শাসনে রাজ্য কী ভাবে ‘সোনার বাংলা’ হয়ে উঠছে, তা-ও পরিসংখ্যান দিয়ে দেখাবেন মুখ্যমন্ত্রী। • মুখ্যমন্ত্রী তুলে ধরবেন রাষ্ট্রপুঞ্জে কন্যাশ্রী প্রকল্পের পুরস্কারপ্রাপ্তি থেকে পঞ্চায়েতে দেশের মধ্যে সেরা হওয়ার কাহিনি। • কৃষিকর্মণ পুরস্কার থেকে সমবায়ে সেরার শিরোপা, তা আজ ফের স্পষ্ট করবেন মমতা। • এ দিনের চমক হলো সভাস্থলে সারাক্ষণ বাজানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান ও কবিতা। • নিরাপত্তার দেখভাল করার জন্য শুক্রবার শহরে মোতায়েন থাকবেন ১৯ জন ডেপুটি কমিশনার। তাঁদের প্রত্যেকের অধীনেই থাকবে বিশাল বাহিনী। • চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিঙ্ক স্ট্রিটের মোড়ে সভাস্থল হওয়ায় ওই দু’টি রাস্তা শুক্রবার সকাল থেকেই বন্ধ হয়ে যাওয়ার কথা। • অন্য দিন শহরে মিনিবাস থাকে ১২০০। শুক্রবার থাকবে পাঁচশোর মতো। বেসরকারি বাস থাকে চার হাজারের মতো। শুক্রবার থাকবে হাজারখানেক। ট্যাক্সি ও অ্যাপ ক্যাবের সাহায্যও মিলবে কি না সন্দেহ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×