ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মরণব্যাধি এইডস ॥ এক বছরে ১০ লাখ রোগীর মৃত্যু

প্রকাশিত: ১৮:৪৪, ২১ জুলাই ২০১৭

মরণব্যাধি এইডস ॥ এক বছরে ১০ লাখ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ গত বছর মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ মানুষ। বিশ্বজুড়ে এইডস আক্রান্তদের মধ্যে অন্তত অর্ধেক রোগী জীবন রক্ষাকারী চিকিৎসা পাচ্ছেন। জাতিসংঘের এক রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। এইডসবিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনএইডস এজেন্সির মতে, গত বছর প্রায় দশ লাখ লোক এইডস রোগে মারা গেছে, যা ২০০৫ সালের তুলনায় অর্ধেক। ২০১৬ সালে মোট এইডস রোগী ছিল ৩ কোটি ৬৭ লাখ যার মধ্যে ১ কোটি ৯৫ লাখ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। বর্তমানে এইডস রোগীদের জন্য প্রচুর ওষুধ সরবরাহ করা হচ্ছে। এ কারণে এইডস রোগীদের জীবনের মেয়াদ বাড়ছে। গত এক দশকে এইডস রোগীদের আয়ুষ্কাল ১০ বছর বেড়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর আশির দশকে এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭ কোটি ৬১ লাখ লোক এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন সাড়ে তিন কোটি লোক।
×