ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বাচসাস নির্বাচন

প্রকাশিত: ১৮:৩৫, ২১ জুলাই ২০১৭

আজ বাচসাস নির্বাচন

অনলাইন রিপোর্টার ॥ ২০১৭-১৯ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণসহ দিনব্যাপী নির্বাচনী নানা কার্যক্রম চলবে। সকাল ১০টায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও খাবারের জন্য এক ঘণ্টা বন্ধ থাকবে ভোটগ্রহণ। বাচসাস নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। এবার মোট ভোটার ৪৬৮ জন। নির্বাচনে রহমান-নিশান ও লিটন-দর্পন নামে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২১টি পদের বিপরীতে লড়ছেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে রহমান-নিশান প্যানেলে সভাপতি পদে রয়েছেন আবদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান। লিটন-দর্পন প্যানেলে সভাপতি পদে রয়েছেন লিটন এরশাদ ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান দর্পন। এছাড়া দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে বাদল আহমেদ, সীমান্ত খোকন, এনাম সরকার ও কামরুজ্জামান বাবু। এবার মোট সাতজন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন। তারা হলেন ফরিদ বাশার, ফাল্গুনী হামিদ, মাঈনুল হক ভূঁইয়া, মাহবুবুর রহমান আলমগীর, রেজাউল করিম শামীম, আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।
×