ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি রাজপুত্র কারাগারে

প্রকাশিত: ১৮:১৮, ২১ জুলাই ২০১৭

সৌদি রাজপুত্র কারাগারে

অনলাইন ডেস্ক ॥ রিয়াদে সৌদি যুবক পিটিয়ে আহত করা এবং আরেকজনকে গুলি করে হত্যার হুমকি দেয়ার কারণে সৌদির এক রাজপুত্রকে গ্রেফতার করা হয়েছে। বিবিসিসহ একাধিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। আজিজকে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে সৌদি রাজপরিবারের কোন সদস্যকে গ্রেফতারের এ ঘটনা চ্যাঞ্চল্য সৃষ্টি করেছে। সৌদি নাগরিকদের ওপর মারমুখী আচরণের ভিডিও দৃশ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন গ্রেফতারকৃত প্রিন্স সৌদ বিন আব্দুল আজিজ বিন মুসায়েদ বিন সৌদ বিন আব্দুল আজিজ। ভিডিওটা অনলাইনে ভাইরাল হলে সমালোচনার জন্ম দেয়। রাজপরিবারের আচরণবিরুদ্ধ এ কর্মকাণ্ডের কারণে এ রাজপুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বাদশাহ সালমান। এরপর সৌদি পুলিশ তাকে গ্রেফতার করে। ভিডিও দৃশ্যতে দেখা যায় সৌদি পোষাক পরিহিত এক যুবককে লাথি ঘুষি মারছেন প্রিন্স সৌদ বিন আব্দুল আজিজ। একইভাবে আরেক যুবককে মেরে রক্তাক্ত করেছেন রাজপ্রাসাদের সামনে গাড়ি রাখার কারণে। বন্দুক উঁচিয়ে আরেকজনকে বারবার হত্যার হুমকিও দিচ্ছিলেন তিনি।
×