ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল বোর্ডের দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত

মুক্তামণি জ্বরে আক্রান্ত আগামী সপ্তাহে বায়োপসি

প্রকাশিত: ০৬:০৬, ২১ জুলাই ২০১৭

মুক্তামণি জ্বরে আক্রান্ত আগামী সপ্তাহে বায়োপসি

জান্নাতুল মাওয়া সুইটি ॥ বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে দ্বিতীয় দফায় মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বৈঠক করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এ বৈঠক হয়। বৈঠকে মুক্তামণির গত ১০ দিনের শরীরিক অবস্থা ও বিভিন্ন টেস্টের ফল নিয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে কী চিকিৎসা হবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জনকণ্ঠকে জানান ঢামেক বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন। মুক্তামণিকে নিয়ে গঠিত নয় সদস্যের মেডিক্যাল বের্ডের দ্বিতীয় বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈঠকে চিকিৎসকেরা তাদের নিজ নিজ অবজারভেশন তুলে ধরেন। পাশাপাশি পরবর্তী চিকিৎসার বিষয়েও আলোচনা করা হয়। বর্তমানে মুক্তমণির শারীরিক অবস্থার খানিকটা অবনতি লক্ষ্য করা গেছে। সে বিষয়েও বৈঠকে আমরা আলোচনা করেছি। আগামী সপ্তাহে তার বায়োসপি করানো হবে। তবে এখনও মুক্তামণির শারীরিক অবস্থা অস্ত্রোপচারের উপোযোগী হয়নি।’ জানা গেছে, বৈঠকে মেডিক্যাল বোর্ডের ৮ সদস্যের মধ্যে বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অনুপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ মেডিক্যালের একটি কাজে বিদেশে অবস্থান করছেন। এদিকে, বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে মুক্তামণি। তার জ্বর হয়েছে। বুধবার তার আক্রান্ত ডান হাত ড্রেসিংয়ের সময় অল্প রক্তক্ষরণও হয়েছে। এ বিষয়ে ডাঃ সামন্ত লাল সেন বলেন, গত রাতে তার জ্বর ছিল। হালকা রক্তক্ষরণও হয়েছে। এরপরই তাকে রক্ত এবং প্লাজমা (সাদা রক্ত) দেয়া হয়েছে। মুক্তামণির জন্য ‘এ’ পজিটিভ রক্তের আহ্বান করছি। এখন তার শরীরে স্যালাইন চলছে। চিকিৎসকরা সবসময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুক্তামণির দেখাশোনার জন্য পাশে রয়েছেন তার বাবা-মা। মেয়ের শারীরিক অবনতি প্রসঙ্গে মুক্তার বাবা জনকণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার রাতে মেয়ের জ্বর ছিল ১০২ ডিগ্রী। বুধবার ড্রেসিংয়ের সময় ডান হাত থেকে হালকা রক্ত বের হয়েছে। এখনও শরীরে হালকা জ্বর রয়েছে। ডাক্তাররা স্যালাইন দিয়েছেন।’ বুধবার দুপুরে স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম মুক্তামণিকে দেখতে যান। এ সময় তিনি মুক্তামণির সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন। চিকিৎসায় কোন ধরনের অবহেলা যেন না হয় সেদিকে চিকিৎসকদের বিশেষ নজর দিতে বলেন। ১১ জুলাই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বিরল চর্মরোগে আক্রান্ত মুক্তাকে। এ পর্যন্ত তাকে ৩ ব্যাগ রক্ত, ৩ ব্যাগ প্লাজমা ও ১ ব্যাগ প্লাটিলেট দেয়া হয়েছে।
×