ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিবিএস কেবলের তালিকাভুক্তির অনুমোদন

প্রকাশিত: ০৪:০৭, ২১ জুলাই ২০১৭

বিবিএস কেবলের তালিকাভুক্তির অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসা বিবিএস কেবল লিমেটেড পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমতি পেয়েছে। ইতোমধ্যে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ অনুমতি পেয়েছে কোম্পানিটি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিবিএস কেবল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়। এর মাধ্যমে বিবিএস কেবল লিমিটেড পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি আমদানি, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে। -অর্থনৈতিক রিপোর্টার রূপালী লাইফের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘোষিত এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় আইডিএইবি ভবন, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট। -অর্থনৈতিক রিপোর্টার
×