ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০২:০০, ২০ জুলাই ২০১৭

গাইবান্ধায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার একটি হত্যাকান্ড মামলায় ৬ জনের যাবজ্জীবন এবং ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। যাদের বিরুদ্ধে ওই কারা দন্ডাদেশ প্রদান করা হয় তারা হচ্ছে- মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম (পলাতক), সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। দন্ডপ্রাপ্ত পলাতক আরিফুল ইসলাম গ্রেফতারের পর থেকেই তার ক্ষেত্রে ওই আদেশ কার্যকর হবে। দন্ডপ্রাপ্তদের সকলের বাড়ি পলাশবাড়ি উপজেলার খামার মামুদপুর গ্রামে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পলাশবাড়ি উপজেলার খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমান সহযোগিরা একই গ্রামের জিল্ল¬ুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় জিল্লর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে সে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়। ওই ঘটনার পর পলাশবাড়ি থানায় এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
×