ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ঈশ্বরদীতে পাওয়া গেল শতাধিক গোখরা ও ৩৬ টি ডিম

প্রকাশিত: ০১:৫৮, ২০ জুলাই ২০১৭

এবার ঈশ্বরদীতে পাওয়া গেল শতাধিক গোখরা ও ৩৬ টি ডিম

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে মাহাবুবুর রহমান মিন্টুর বাড়ি থেকে দুটি বড় গোখরা , ১০৭টি জীবিত গোখরা সাপের বাচ্চা ও ৩৬টি গোখরা সাপের ডিম পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার পর হতে গভীর রাত পর্যন্ত মিন্টুর বাড়ির একটি ঘরের বিভিন্ন জায়গায় তল্লাসি করে এই সাপগুলো বের করা হয়। স্থানীয় সাপুড়ে ঘরের বিভিন্ন জায়গা থেকে সাপগুলো উদ্ধার করে বাহিরে নিয়ে আসেন। এসব সাপ দেখতে বৃহস্পতিবার সকালে গ্রামের বহু মানুষ ওই বাড়িতে ভীড় জমায়। সাপুড়ে সানোয়ার হোসেন জানান, দরগাপাড়া গ্রামের মিন্টুর বাড়ির একটি ঘর থেকে দুটি বড় গোখরা, ১০৭টি জীবিত গোখরা সাপের বাচ্চা ও ৩৬টি গোখরা সাপের ডিম পাওয়া গেছে। বড় সাপ হলে যারা সাপের খেলা দেখায় তারা আমাদের কাছ থেকে কিনে নেয়। সাপের ছোট বাচ্চা কোনো কাজে লাগে না। এগুলো আমরা মেরে পুঁতে ফেলি। মিন্টু জানান, বাড়ির উঠানে একটি সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। সাপের বাচ্চাটি দেখার পর স্থানীয় সাপুড়েকে খবর দেয়া হয়। সাপুড়ে এসে ঘরের বিভিন্ন জায়গা খুড়ে দুটি বড় গোখরা, ১০৭টি জিবিত গোখরা সাপের বাচ্চা ও ৩৬টি গোখরা সাপের ডিম উদ্ধার করেন। দরগাপাড়ার বাসিন্দা আব্দুস সামাদ জানান, একটি বসতবাড়িতে এভাবে প্রচুর সাপ উদ্ধার হওয়ায় মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে থাকতেও এখন ভয় পাচ্ছে। এদিকে এই অঞ্চলে বন্যা না হলেও বৃষ্টিতে ডোবা-নালা ভরে যাওয়ায় সাপের আনাগোনা বেড়েছে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।
×