ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কোন অপকর্ম বরদাস্ত করা হবেনা ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০০:৫৪, ২০ জুলাই ২০১৭

ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কোন অপকর্ম বরদাস্ত করা হবেনা ॥ ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর ও পাবনা জেলার মিলন কেন্দ্র মুলাডুলিতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে স্মরণকালের গ্র্যান্ড সংবর্ধণা দেওয়া হলো। দশ বছর পর আগামি ২২ জুলাই অনুষ্ঠিতব্য ছাত্রলীগের যাকজমক পূর্ণ সম্মেলন উপলক্ষে মন্ত্রীর ঈশ্বরদীতে আগমন উপলক্ষে এসংবর্ধণা দেওয়া হয়। একমাত্র ভূমিমন্ত্রীর জামাই, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু বাদে আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ সকল অ্গং সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেন। দুপুর পনে একটায় মন্ত্রী মুলাডুলিতে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মীরা ফুলের তোরা দিয়ে তাঁকে বরণ করে নেন। পরে আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি,আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, নুরুজ্জামান বিশ্বাস, ইসাহক মালিথা, বকুল সরদার, মিঠু প্রাং,হাবিবুল ইসলাম,সাইফুল ইসলাম বাবু মন্ডলসহ সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য দেন। মন্ত্রী বলেন, ঈশ্বরদীর ছাত্রলীগ নষ্ট হয়ে গিয়েছিল। সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট করে টিআর প্রকল্পের টাকা আদায় ও লাখ লাখ টাকা নিয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করাসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। এখন ছাত্রলীগে সে অবস্থা নেই। কোন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে যে কোন প্রকার অপকর্ম বরদাস্ত করা হবেনা। তিনি ছাত্রলীগকে লেখাপড়ার পাশাপাশি গঠণতন্ত্র মেনে সংগঠণ করার আহবান জানান। উল্লেখ্য, ভূমিমন্ত্রীর ঈশ্বরদীতে আগমন উপলক্ষে ঈশ্বরদী পৌর ও সাত ইউনিয়ন এলাকা থেকে আওয়ামীলীগ ও ছাত্রলীঘসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা প্রায় শতাধিক মাইক্রো ও তিন হাজার হোন্ডা বহর নিয়ে মুলাডুলিতে মন্ত্রীকে শুভেচ্ছা জানায়। এ সময় মুলাডুলি ও রাজাপুর এলাকায় মহাসড়কে প্রায় দু’কিঃ মিটার যানজটের সৃষ্টি হয় ।
×