ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে: ফখরুল

প্রকাশিত: ০০:৫৩, ২০ জুলাই ২০১৭

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় হবে এবং তখন তারা পালানোর পথ খোজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত গুম খুন ও নির্যাতেন শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরাজয়ের ভয়ে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমি বিএনপির মহাসচিব হিসেচে আশ্বস্ত করছি, আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। তাহলে জনগণ শান্তিপূর্ণভাবে আপনাদের বিদায়ের বিষয়ে বিবেচনা করবে। তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজয়ের মাধ্যমে দেশে জুলুম-অত্যাচারের অবসান ঘটানো হবে। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কদের যে বক্তব্য দিয়েছেন তা আহম্মকও বিশ্বাস করবে না, বলে মন্তব্য করে ফখরুল খালেদা জিয়া মামলার ভয় করেন না। ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে যারা বলছেন খালেদা জিয়া আর দেশে ফিরবেন না তারাও জেলখানায় কান ধরে উঠবস করে বলেছিলেন আর রাজনীতি করবো না। তাই এ ধরনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখবেন। এ ধরনের কথাবার্তা বলে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম, খুন ও নির্যাতনের শিকার ৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুব দলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।
×