ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের দুই জঙ্গী ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: ২৩:১৭, ২০ জুলাই ২০১৭

নারায়ণগঞ্জের দুই জঙ্গী ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র একটি দল তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬) ও আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুইজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা। তবে আবু বক্কর ছিদ্দিক ঢাকার শ্যামপুরে বসবাস করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১’র ব্যাটেলিয়ন সদর দফতর থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা গত ১০ জুন রূপগঞ্জ থানাধীন পূর্বাচল হাউজিং সেক্টর ১৯-এ যে গোপন বৈঠক হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিল এবং জেএমবির (সারোয়ার-তামীম গ্রুপের) পরিকল্পিত নাশকতার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। গ্রেফতারকৃতরা এ বছরের ১১ জুন তারিখে রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় পলাতক আসামী। তিনি আরও জানান, তুষার হাবিব ওরফে আইয়ুব একজন ‘এহসার’ সদস্য। ইউনানী ঔষুধ ব্যবসার অন্তরালে নারায়ণগঞ্জের রূপগেঞ্জর গাউছিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির পক্ষে দাওয়াতী কাজ করে আসছিল। সে থান কাপড়ের ব্যবসা করার সময় জনৈক ইউনুস হুজুরের মাধ্যমে জেএমবির আদর্শে উজ্জিবিত হয়ে জঙ্গীবাদে অন্তর্ভূক্ত হয়। এরপর সে ২০১৫ সাল থেকে পুরোদমে জিহাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জেএমবির পক্ষে দাওয়াতী কাজ শুরু করে। তিনি আরও জানান, আবু বক্কর ছিদ্দিক জেএমবির (সারোয়ার-তামীম গ্রুপের) একজন ‘গায়েরে এহসার’ সদস্য। বিগত ১৩ বৎসর ধরে ঢাকায় বসবাস করে। সে ২০১৩ সালে মুফতি জসিম উদ্দিন রাহমানির কাছে যাতায়াত শুরু করে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গীবাদে প্রবেশ করে। পরবর্তীতে সে বিগত ২০১৫ সালের শুরুতে জনৈক আব্দুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান করে এবং সক্রিয় সদস্য হিসেবে দাওয়াতী কার্যক্রম শুরু করে। সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ব্যবসার অন্তরালে ঢাকার শ্যামপুর এলাকায় জেএমবির দাওয়াত প্রচার করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।
×