ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ছাত্রী ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধার ॥ মামলা দায়ের

প্রকাশিত: ২২:৪৬, ২০ জুলাই ২০১৭

বরিশালে ছাত্রী ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধার ॥ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ২০ জুলাই “বরিশালে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ধর্ষিতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করেছে। একইদিন সকালে ধর্ষিতার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধার করতে সক্ষম হলেও ধর্ষককে গ্রেফতার করতে পারেননি। এজাহারে জানা গেছে, জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের পুত্র অপু হালদার তার ছোট বোনের বান্ধবী পাশ্ববর্তী আহুতি বাটরা গ্রামের একাদশ শ্রেনীর ছাত্রীকে নিজ বাড়িতে বসে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়ে গত ৫ মে ধর্ষণ করে তা নিজের মোবাইলে ভিডিও চিত্র ধারন করে। পরবর্তীতে ব্লাক মেইল করে ওই ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৪ জুলাই পূর্ণরায় ধর্ষণ করে তা আবার ভিডিও চিত্র ধারন করা হয়। ধর্ষিতা কলেজ ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানানোর পর এ ঘটনায় মামলাসহ কারও কাছে কিছু না জানানোর জন্য ধর্ষক অপু ও তার এক সহযোগী ধর্ষিতা এবং তার পারিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। ধর্ষিতার বাবা স্থানীয় গ্রাম্য মোড়লদের কাছে এ ঘটনায় বিচার দিলে মোড়লরা কোন বিচার না করে পুরো ঘটনাটি ধামাচাঁপা দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে ধর্ষকের গোয়ালের গরু বিক্রি করে মোড়লরা ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে উল্টো ধর্ষিতার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, ধর্ষণ ও তার ভিডিও চিত্র ধারণে ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে ধর্ষক অপুসহ তার এক সহযোগীকে আসামি করে মামলা দায়ের করেছেন। এসআই আরও জানান, ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে ভাইরাল হয়ে যাওয়া ধর্ষণের ভিডিও চিত্রটি উদ্ধার করা হলেও আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে বলেও তিনি (এসআই) উল্লেখ করেন।
×