ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পতাকার দাবিতে উত্তাল ভারতের কর্নাটক রাজ্য

প্রকাশিত: ১৯:০৫, ২০ জুলাই ২০১৭

পতাকার দাবিতে উত্তাল ভারতের কর্নাটক রাজ্য

অনলাইন ডেস্ক ॥ ভারতের একটি রাজ্য কর্নাটক। তবে এ রাজ্যটির অধিবাসীরা অনেকেই নিজস্ব পতাকার দাবি করেছেন। সাধারণত ভারতের রাজ্যগুলোর নিজস্ব পতাকা নেই। তবে পতাকার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে মোটেই রাজি নয়। কিন্তু এ দাবিতে অটল রাজ্য সরকার ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ফলে শুরু হয়েছে নানা তর্ক, বিতর্ক আর সমালোচনা। যদি এই বিশেষ প্রস্তাবটি আইনি অনুমতি পায় তবে, জম্মু-কাশ্মীরের পর কর্নাটক দ্বিতীয় রাজ্য হবে, যাদের নিজস্ব রাজ্য পতাকা থাকবে। সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী, এই রাজ্যের আলাদা পতাকা রয়েছে। এ ব্যাপারে কর্নাটকের একজন আইনি বিশেষজ্ঞের দাবি, সংবিধানে একটি রাজ্যের আলাদা পতাকা নিয়ে কিছু বলা না-থাকলেও সুপ্রিম কোর্ট কিন্তু প্রকারান্তরে এই দাবি মেনে নিয়েছে। এদিকে রাজ্যের সাবেক অ্যাডভোকেট জেনারেল রবিবর্মা কুমার বলছেন, একটা রাজ্যের নিজস্ব পতাকা থাকতেই পারে। কিন্তু খেয়াল রাখতে হবে তা যেন কখনো জাতীয় পতাকাকে অসম্মান না করে। রাজ্যের পতাকা সব সময় জাতীয় পতাকার নিচে থাকতে হবে। এ ছাড়া, সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতি বলেন, প্রতিটা রাজ্য যদি নিজেদের আলাদা আলাদা পতাকা চালু করতে চায়, তাহলে দেশের সংহতি বিপন্ন হতে পারে এই আশঙ্কা থেকেই যায়। উল্লেখ্য, ২০১২ সালের বিজেপি শাসনের সময়ই কর্নাটকের রাজ্য পতাকা হিসেবে হলুদ এবং লাল রংয়ের একটি পতাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব গৃহীত হয়নি। কারণ ভারত 'ইউনিটি ইন ডাইভার্সিটি'র দেশ। সে ক্ষেত্রে দেশের একতা বিঘ্নিত হবে বলে মনে করা হয়েছে।
×