ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাইকেল জ্যাকসনের ‘বাইবেল’ নিলামে

প্রকাশিত: ১৯:০৪, ২০ জুলাই ২০১৭

মাইকেল জ্যাকসনের ‘বাইবেল’ নিলামে

অনলাইন ডেস্ক ॥ পসাম্রাজ্যের বাদশাহ খ্যাত মাইকেল জ্যাকসন গান, নাচ ও ফ্যাশনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। এই পপসম্রাট বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। এবার প্রয়াত এ পপ তারকার অপ্রকাশিত অ্যালবাম নিলামে উঠছে। অ্যালবামে মাইকেলের ৯টি অপ্রকাশিত গান আছে। এই মাসের শেষে নিউইয়র্ক অকশন হাউজ নিলামের চূড়ান্ত ফলাফল জানাবে। মাইকেল জ্যাকসনের দুর্লভ এই গানগুলোর জন্য দাম হাঁকার শেষ দিন ১৯ জুলাই। সর্বনিম্ন বিড হলো ৫০০০০ ডলার। আয়োজকরা আশা করছেন এর দাম ১০ লাখ ডলার পর্যন্ত উঠবে। অ্যালবামটির নাম ‘বাইবেল’। অ্যালবামে মোট ১২টি গান আছে। প্রতিটি গানই সম্পূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে ৯টি গান কখনোই কোথাও প্রকাশিত হয়নি। ডিস্কটিও বেশ ভালো অবস্থাতেই আছে বলে জানানো হয়েছে। এটা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত সহকারীর কাছে সংরক্ষিত ছিল। অ্যালবাম ছাড়াও নিলামে মাইকেল জ্যাকসনের ব্যবহার করা আরও কিছু জিনিসপত্র তোলা হবে। এর মধ্যে আছে তার সেলফ পোট্রেট, ব্যবহার করা টেডি বিয়ার এবং কাপড়। ডেকান ক্রনিকল।
×