ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অশ্বিনকে পেছনে ফেলে দুই নম্বরে হেরাথ

প্রকাশিত: ১৮:২০, ২০ জুলাই ২০১৭

অশ্বিনকে পেছনে ফেলে দুই নম্বরে হেরাথ

অনলাইন ডেস্ক ॥ কলম্বো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। তার অসাধারণ বোলিংয়ের পর অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ও পেয়েছে শ্রীলঙ্কা। দুই ইনিংসে ১১ (৫+৬) উইকেটই টেস্ট বোলারদের র্যাংেকিংয়ে রঙ্গনা হেরাথকে উপরে তুলে দিল। তিনি উঠে গেলেন দুই নম্বরে। পেছনে ফেললেন ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। তবে ১ নম্বর অবস্থানটি রবীন্দ্র জাদেজাই ধরে রেখেছেন। কলম্বোর খেত্তুরামায় ১১ উইকেট নিয়ে একই সঙ্গে হেরাথ পেছনে ফেললেন বেশ কয়েকজন কিংবদন্তীকেও। ওয়াকার ইউনুস (৩৭৩), ম্যালকম মার্শাল (৩৭৬) এবং ইয়ান বোথামের (৩৮৩) মত কিংবদন্তীদের পেছনে ফেললেন তিনি। হেরাথের উইকেট এখন মোট ৩৮৪টি। তার চেয়েও বড় কথা, এশিয়ান ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডে অসাধারণ অবদান রেখেছেন তিনি। হেরাথ দুই নম্বরে ওঠার কারণে তিন নম্বরে নামলেন অশ্বিন। চার নম্বরে নামলেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড, ট্রেন্টব্রিজ টেস্টে ৭ উইকেট নেয়া সত্ত্বেও পাঁচ নম্বরে নেমে গেলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
×