ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গসিব

প্রকাশিত: ০৬:৪০, ২০ জুলাই ২০১৭

গসিব

পর্দায় ফিরছেন শার্লিজ থেরন চলতি মাসেই আবার হলিউডের পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শার্লিজ থেরন। গত এপ্রিলে সিরিজ সিনেমা ‘ফার্স্ট এ্যান্ড ফিউরিয়াস’-এর সাফল্যের পর এবার মুক্তি পেতে যাচ্ছে তাঁর এ্যাকশন থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘এ্যাটমিক বন্ড’। ডেভিড লিচের পরিচালনায় আগামী ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি। এ্যাকশন- থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘এ্যাটমিক বন্ড’, যাতে এ অভিনেত্রীকে দেখা যাবে একজন মারকুটে গোয়েন্দা প্রতিনিধির ভূমিকায়। লরেইন ব্রটন নামের এই প্রতিনিধির কাজ যতসব অসম্ভব মিশনে অংশগ্রহণ করা এবং কৌশলে সেসব মিশনে নিজেকে বাঁচিয়ে রাখা। এমন একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে শুধু যে অভিনেত্রীর নিজের হাঁটুতে মোচড় খেতে হয়েছে বা পাঁজরে ব্যথা নিয়ে ভুগতে হয়েছে, তাই নয়। একবার তো রীতিমতো দাঁতের সার্জারির মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। কারণ, সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে দুটো দাঁতই ভেঙে ফেলেছিলেন। সম্প্রতি বক্স অফিসে ৩৫০ মিলিয়ন ডলার আয় করা ‘ওয়ান্ডার উইম্যান’ সিনেমার পর আরেকটি নারীকেন্দ্রিক এ্যাকশন চলচ্চিত্রের মুক্তির দ্বারপ্রান্তে থাকার ঘটনাকে অনেকেই দেখছেন হলিউড অঙ্গনে এক পরিবর্তিত সময়ের সূত্রপাত হিসেবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় যার উদয় হওয়াটাও একেবারে কাকতালীয় ব্যাপার বলে মনে করা হচ্ছে না। ব্যাপারটায় আশাবাদ ব্যক্ত করেছেন ওয়ান্ডার উইম্যানের পরিচালক প্যাটি জ্যাকসনও। সঙ্গে জানিয়েছেন, এ্যাটমিক বন্ডের সঙ্গেও নিজেকে সম্পর্কিত অনুভব করেন এ নির্মাতা। কারণ, ২০০৩ সালে তার নির্মিত ‘মনস্টার’ সিনেমাটির হয়ে অস্কার এনে দিয়েছিলেন যে অভিনেত্রী, সেই থ্রোনই তো এতে রয়েছেন মূল ভূমিকায়। তবে সম্প্রতি ভ্যারাইটিতে প্রকাশিত এক সাক্ষাত্কারে শার্লিজ থেরন দুঃখ করে বলেন, হলিউডের ছবিতে অর্থলগ্নিকারীরা নাকি এখনও গুহামানবের মতোই আচরণ করেন। বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখনও আটকে আছে আদিম যুগে। সাম্প্রতিক সময়েও নারী নির্মাতা পরিচালিত ছবিতে অর্থলগ্নির ব্যাপারে চলচ্চিত্র ব্যক্তিত্বদের যে অনীহা ও দ্বিধা, সে প্রসঙ্গেই এই বক্তব্য দিয়েছেন শার্লিজ। ট্রিপলএক্সের পরের ছবিতেও দীপিকা দীপিকা পাড়ুকোন সাম্প্রতিক সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভিন ডিজেলের সঙ্গে তার ‘বিশেষ’ বন্ধুত্ব নিয়ে এক সময় চর্চা চলেছিল জোর। এবার দেখা যাচ্ছে শুধু ভিন নন, পরিচালক ডি জে কারুসোরও বেজায় পছন্দ দীপিকা পাডুকোনকে। ‘ট্রিপল এক্স’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতেও এই ভারতীয় সুন্দরীকে নিচ্ছেন তিনি। ‘ট্রিপলএক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’এর পর সিরিজের চতুর্থ ছবির প্ল্যান করে ফেলেছেন নির্মাতারা। সিক্যুয়েলেও যে দীপিকা রয়েছেন, সেটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। টুইটারে জনৈক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেছিলেন, সেরিনার চরিত্রে দীপিকাকে ফের দেখা যাবে কি না। তাতে হ্যাঁ বলেছেন পরিচালক। ‘...জ্যান্ডার কেজ’এ প্রায় ঘণ্টা দেড়েকের উপস্থিতি ছিল দীপিকার। নিজস্ব বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গোয়েজ আর ভিন ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়ে নজর কেড়ে নিয়েছিলেন সবার। কাজেই পরের ছবিতেও তাঁর থাকাটা পাকা হয়ে গিয়েছিল তখনই। যদিও বক্স অফিস কিংবা সমালোচকদের প্রশংসা তেমন কুড়োতে পারেনি ‘..জ্যান্ডার কেজ’। ‘ট্রিপলএক্স ফোর’এর জন্য আগামী সপ্তাহেই মিটিংয়ে বসবেন নির্মাতারা, জানিয়েছেন পরিচালক। আপাতত ‘পদ্মাবতী’র জন্য কোনও কাজ হাতে রাখেননি দীপিকা। তবে হলিউডে শুধু ‘বহিরাগত’ হয়ে থাকতে যে আসেননি, সেটা স্পষ্ট করে দিচ্ছেন দীপিকা। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবি দিয়ে হলিউডে অভিষেক হয়েছিল ৩১ বছর বয়সী এই সুন্দরীর। তার সঙ্গে ওই ছবিতে অভিনয় করেছিল রুবি রোজ, নিনা ডোব্রেভ, স্যামুয়েল এল জ্যাকসন ও টনি ঝা। সালমানের ‘টিউবলাইট’ কেন জ্বলল না এবার! বরাবরই সালমান খানের ঈদ-ভাগ্য ভাল বলা হয়। কিন্তু ‘টিউবলাইট’ সেই ভাগ্যের ফিউজ যেন এবার উধাও হয়ে গেল। বলিউড বক্স অফিস বলছে, এ পর্যন্ত তার ঈদ রিলিজের মধ্যে ‘টিউবলাইট’ সবচেয়ে কম ব্যবসা করেছে। সালমান খানের নামের প্রতি সুবিচার করতে পারল না ‘টিউবলাইট’। এ কারণে বাজেট অনুযায়ী আহামরি ব্যবসা করতে পারেনি ছবিটি। তাই লোকসানের মুখে পড়েন ভারতের একক সিনেমা হলগুলোর পরিবেশক ও প্রদর্শকরা। অবশ্য ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে তাদের ৫৫ কোটি রুপী ক্ষতিপূরণ দিচ্ছেন সালমান খান। ‘বজরঙ্গি ভাইজান’ তিন দিনে ছিল ১০২ কোটি এবং ‘সুলতান’ ১০৫ কোটি রুপী। সে হিসেবে এটা স্পষ্ট সালমান খানের ক্যারিশমার নিরিখে ‘টিউবলাইট’ একেবারেই সফল নয়। কিন্তু এই অবস্থা হলো কেন? বেশকিছু বিষয় উল্লেখ করছে ভারতীয় মিডিয়াগুলো। প্রথমত, ঠিক সালমানোচিত ধুমধাড়াক্কা ছবি নয় ‘টিউবলাইট’। পরিবার নিয়ে দেখার ছবি। ব্যর্থতার অজুহাত হিসেবে সালমান-ক্যাম্প এই যুক্তিই খাড়া করছে। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ও তো সেই গোত্রের ছবি ছিল না। তাতে তো বক্স অফিস পেতে সমস্যা হয়নি! দ্বিতীয়ত, ছবি যে ভাল হয়নি, সেটা লোকমুখে প্রচারিত হয়ে গিয়েছে। মাউথ পাবলিসিটি যেমন একটা ছবি হিট করাতে পারে, তেমনই ছবি ফ্লপ করাতেও সক্ষম। ‘টিউবলাইট’-এ ‘বজরঙ্গি ভাইজান’ ছবির অনুভূতি পেয়েছেন অনেকে। সেই ‘হ্যাংওভার’ নাকি কাটেনি কবির খান-সালমান খান জুটির। ‘টিউবলাইট’ ছবিতে এক চীনা বালককে শত্রুদের হাত থেকে বাঁচান সালমান। আর ‘বজরঙ্গি ভাইজান’-এ দর্শক দেখেছে পাকিস্তানী এক বালিকাকে তার দেশে ফিরিয়ে দিতে জীবনবাজি রাখেন তিনি। যদিও প্রতিবেশী পাকিস্তানের চেয়ে চীনকেই ভারতের জন্য বড় হুমকি মনে করে দেশটির জনগণ। ব্যর্থতার এটাও একটা কারণ হতে পারে। আবার ‘টিউবলাইট’-এর পার্শ্ব চরিত্রের অভিনেতা মোহাম্মদ জিশান আইয়ুব একটি দৃশ্যে সালমানকে একাধিকবার চড়-থাপ্পড় মেরেছেন। এটা মেনে নিতে পারেনি তার অন্ধভক্তরা। তাদের অনেকে এ সময় সিনেমা হলো ছেড়ে বেরিয়ে যান। ঈদ উৎসবে প্রিয় তারকার এমন অপমান সহ্য হয় কী করে! হোক তা পর্দায়। তাছাড়া ‘বজরঙ্গি ভাইজান’ সালমানের কোনও প্রেমিকা নেই ‘টিউবলাইট’ ছবিতে। এটাও অন্যতম একটি কারণ। চীনা অভিনেত্রী চু চু’কে তার প্রেমিকা হিসেবে দেখা যাবে এমন প্রচারণা থাকলেও পর্দায় দেখা গেল ভিন্ন চিত্র। হতবাক করার মতো ব্যাপার হলো, সোহেল খানেরও প্রেমিকা (ইশা তলোয়ার) আছে ছবিটিতে। কিন্তু ‘টিউবলাইট’-এ প্রেম ছাড়াই এটা মানা যায় নাকি! এ কারণে সালম্যানিয়া নিজেদের প্রতারিত ভেবেছে। কাহিনীতে সালমান খান ও তার বাস্তবের ছোট ভাই সোহেল খানকে খুব কম সময় একসঙ্গে দেখা গেছে। এমনিতেই তারা পর্দা ভাগাভাগি করলেন বহু বছর পর, তাই এমন স্বল্প উপস্থিতি দর্শকদের চোখে অমার্জনীয় লেগেছে। দু’জনে একটি গানে একসঙ্গে অংশ নিয়েছেন, এরপরই সালমানকে রেখে সোহেল চলে গেছেন রণাঙ্গনে। দর্শক-সমালোচক উভয়ের মতেই, সালমানই এ ছবির সবচেয়ে কমজোরি অংশ। টিউবলাইটের ব্যর্থতা নিয়ে তাহলে কী দাঁড়াচ্ছে, একই তত্ত্ব দিয়ে সালমান খান হলেও সিনেমা হিট করা সম্ভব নয়, সেক্ষেত্রে গল্পটা শক্ত হওয়া দরকার। আবার আসছে আলাদিন সম্প্রতি এক কাতারে তারা হলিউডের বনেদি প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিভিন্ন ত্রিমাত্রিক ছবিতে কার্টুন প্রিন্সেসদের চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন, তারা সমবেত হলেন এক ছাদের নিচে। গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভক্তদের জন্য আয়োজিত ‘ডি টোয়েন্টিথ্রি এক্সপো ২০১৭’ একত্রিত হন সবাই। প্রিন্সেসের ভূমিকায় অভিনয় করা তারকারা হলেন পেইজ ও’হারা (বেল, বিউটি এ্যান্ড দ্য বিস্ট), আইরিন বেডার্ড (পোকাহোনটাস), ম্যান্ডি মুর (রাপুনজেল, ট্যাঙ্গেল্ড), আউলি ক্রেভালহো (মোয়ানা), সারাহ সিলভারম্যান (ভ্যানেলোপি, রেক-ইট রালফ), ক্রিস্টেন বেল (আনা, ফ্রোজেন), কেলি ম্যাকডোনাল্ড (মেরিডা, ব্রেভ), আনিকা নোনি রোজ (টিয়ানা, দ্য প্রিন্সেস এ্যান্ড দ্য ফ্রগ), লিন্ডা লারকিন (জেসমিন, আলাদিন) এবং জোডি বেনসন (এ্যারিয়েল, দ্য লিটল মারমেইড)। তবে নতুন খবর হলো আমরা ছোট বেলায় যারা টিভির পর্দায় উন্মুখ হয়ে দেখতাম তিনবার চেরাগে ঘষলেই ‘হু হু হা হা’ করে তা থেকে বেরিয়ে আসবে বিশালদেহী এক দৈত্য। ভরাট কণ্ঠে জিজ্ঞেস করবে, ‘হে প্রভু, আপনার তিনটি ইচ্ছা কী?’ সেই আলাদিন এবার বড় পর্দায় নিয়ে আসছে ডিজনি। তবে এ্যানিমেশন নয়, জলজ্যান্ত মানুষেরা অভিনয় করবেন আলাদিন ছবিতে। নতুন ছবিতে কে হবেন ‘আলাদিন’, কে ‘জেসমিন’ আর কে হবে চেরাগের দৈত্য ‘জিনি’-এ নিয়ে কয়েক দিন ধরে চলছিল বিস্তর আলোচনা। আলাদিন-এর ‘লাইভ এ্যাকশন’ ছবিটি নির্মাণ করবেন পরিচালক গাই রিচি। এর আগে ১৯৯২ সালে মুক্তি পাওয়া ডিজনির এ্যানিমেশন ছবি আলাদিন-এ জিনির চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত হলিউড অভিনেতা রবিন উইলিয়ামস। এবার রবিন উইলিয়ামসের জায়গাটা নিয়ে নিলেন ‘হ্যানকক’ উইল স্মিথ। স্মিথের সঙ্গে নতুন আলাদিন-এ ‘আলাদিন’ হয়ে অভিনয় করবেন কানাডানিবাসী অভিনেতা মেনা মাসউদ এবং জেসমিনের চরিত্রে থাকবেন ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী নওমি স্কট। এ্যানিমেশন আলাদিন দুটি অস্কার ঝুলিতে ভরেছিল মুক্তির বছর। দেখা যাক, এবার ‘জিনি’ স্মিথ এই ‘জ্যান্ত’ আলাদিন ছবিকে কত দূর নিয়ে যান। ছবির শুটিং শুরু হবে আগস্টে। আবার বিয়ন্সে বিয়ন্সে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম। শুধু তাই নয়, বিশ্বসংগীতে সবচেয়ে ক্ষমতাধর নারীদেরও একজন তিনি। তার স্বামী জে-জি র‌্যাপ তারকা ও উদ্যোক্তা। ২০১২ সালে তাদের প্রথম সন্তান ব্লু আইভি কার্টারের জন্ম হয় নিউইয়র্কের লেনক্স হিল হাসপাতালে। গত সপ্তাহে এই পপ তারকা ইনস্টাগ্রামে পোস্ট করলেন তার যমজ সন্তানের ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে ছবিটিতে লাইক পড়েছে সাড়ে ২২ লাখ! গত শুক্রবার প্রথমবারের মতো যমজ সন্তান স্যার কার্টার ও রুমির ছবি পোস্ট করেছেন এ পপ তারকা। ছবির ক্যাপশনে সন্তানদের বয়স এক মাস পূর্ণ হয়েছে বলে জানান এ গায়িকা। এর আগে গত জুনে যমজ সন্তানের জন্ম দেন বিয়ন্সে। লস এ্যাঞ্জেলেসের রোনাল্ড রেগান ইউসিএলঅ্যা মেডিক্যাল সেন্টারে তার সন্তানদের জন্ম হয়। প্রাইভেসি ঠিক রাখতে হাসপাতালের পুরো ফ্লোর রিজার্ভ করেছিলেন বিয়ন্সে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো মা-বাবা হওয়ার স্বাদ পেয়েছেন বিয়ন্সে-জে জেড দম্পতি। যমজ সন্তানের জন্মের পর বিষয়টি গোপন রেখেছিলেন বিয়ন্সে। এ বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন বিয়ন্সে। তার এই ঘোষণায় ২৪ ঘণ্টায় লাইক পড়েছিল ৮০ লাখেরও বেশি! এর দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে গ্র্যামি অ্যাওয়ার্ডসে সংগীত পরিবেশন করেন তিনি। গত বছর বাজারে আসে তার সবশেষ স্টুডিও এ্যালবাম ‘লেমোনেড’। তাছাড়া সম্প্রতি মার্কিন ম্যাগাজিন বিলবোর্ডের সদ্য তৈরি তালিকা অনুযায়ী ২০১৬ সালের সর্বাধিক আয় করা শিল্পী হলেন বিয়ন্স। বিলবোর্ড বিয়ন্সকে বলছে ‘২০১৬-এর টপ মানি মেকার’। তাদের হিসাবমতে, গেল বছর বিয়ন্সের মোট আয় ৬ কোটি ২১ লাখ মার্কিন ডলার। বিয়ন্সের ষষ্ঠ এ্যালবাম ‘লেমোনেড’ ও বিভিন্ন দেশে করা কনসার্ট থেকে এই উপার্জন হয়েছে। মার্কিন এই গায়িকার পেছনে দ্বিতীয় স্থানে আছে বিখ্যাত ব্যান্ড ‘গানস এ্যান্ড রোজেজ’। তাদের আয় ৪ কোটি ২ লাখ মার্কিন ডলার। বিয়ন্সের চেয়ে তা ২ কোটিরও কম। এর পরেই আছেন ব্রুস স্প্রিংসটিন। চতুর্থ স্থানে আছেন ড্রেইক। গ্র্যামিজয়ী এ্যাডেল দখল করেছেন পঞ্চম স্থানটি। তারপর ক্রমানুযায়ী আছেন কোল্ডপে, জাস্টিন বিবার, লিউক ব্রায়ান, কানিয়ে ওয়েস্ট, কেনি চেসনি, বিলি জোয়েল, রিয়ানা ও আরও অনেকে।
×