ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

বহুল বিতর্কিত হিন্দী সিনেমা ॥ লিপস্টিক আন্ডার মাই বুরকা

প্রকাশিত: ০৬:৩৯, ২০ জুলাই ২০১৭

বহুল বিতর্কিত হিন্দী সিনেমা ॥ লিপস্টিক আন্ডার মাই বুরকা

ভারতের ছোট্ট একটি শহর। সেই শহরের বিভিন্ন বয়সী ভিন্ন সামাজিক পরিবেশের চার নারী। অষ্টাদশী বোরখা আবৃতা তরুণীটির মনের গভীরে লুকিয়ে আছে একজন পপ গায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু পারিবারিক সামাজিক রীতিনীতির বেড়াজালে বন্দী সে। সেই রীতিনীতি, বিধি-নিষেধের কাছে তরুণীর সব স্বপ্ন, ইচ্ছে জলাঞ্জলি দিতে হয়। নিজের মনের মধ্যে জেগে ওঠা স্বপ্ন, ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দিতে নানা উপায় খুঁজতে থাকে মেয়েটি। একই শহরের আরেকটি যুবতী। সে কাজ করে বিউটিশিয়ান হিসেবে। বেশ কয়েকবার প্রেমে প্রতারিত হয়েছে। সব পুরুষ চায় তাকে ইচ্ছেমতো ভোগ করতে। সে তার গৎবাঁধা জীবনের ছক থেকে বেরিয়ে ভিন্নভাবে সাজাতে চায়। নিজের মনের অবদমিত ইচ্ছেগুলো পূরণ করতে চায়। তিন সন্তানের জননী আরেক গৃহবধূ নারী আটপৌরে পারিবারিক জীবনের বলয়ে নিজেকে বন্দী রাখলেও সে চায় স্বাধীনভাবে নিজের জীবনটাকে সাজাতে। একজন সেলস গার্ল হিসেবে নিজেকে মনে মনে ভাবলেও সে তার সেই স্বপ্নকে গলাটিপে হত্যা করে স্বামী-সন্তান সংসারের গতানুগতিক ব্যস্ততায় নিজেকে সমর্পণ করে। পঞ্চাশোর্ধ বিধবা নারীটির দেহমনে জেগে ওঠা যৌন আকাক্সক্ষা পূরণের কোন সুযোগ নেই। বুড়ো হয়ে গেছে বলে সবাই তাকে একপাশে ঠেলে দিতে চায়। কিন্তু এই বৃদ্ধারও নিজের আকাক্সক্ষা, ইচ্ছে পূরণের অধিকার রয়েছে। তবে তা মুখ ফুটে প্রকাশের কোন সুযোগ নেই। তার পরেও ফোনে বন্ধুত্ব করেন এই নারী। আসল বয়স লুকিয়ে যুবতী সেজে এক যুবকের সঙ্গে গোপনে প্রেম চালিয়ে যেতে থাকেন। মোবাইলে চলতে থাকে প্রেমালাপ। কিন্তু ওই পর্যন্তই। এর বাইরে যাওয়ার কোন উপায় নেই তারও। ছোট্ট শহরের চার নারীর মনের অবদমিত ইচ্ছেগুলো তাদের বিদ্রোহী করে তোলে ক্রমশ। এক সময় তারা ঘটনাচক্রে পরস্পরের সংস্পর্শে আসে। চারজন নারী তাদের মনের মধ্যে চেপে রাখা ইচ্ছেগুলো বাস্তবায়িত করতে মাঠে নামে, নিজেদের পরিচয় আড়ালে রেখে তারা মনের মধ্যে জেগে ওঠা ইচ্ছেগুলো পূরণ করতে সচেষ্ট হয়। তেমন ব্যতিক্রমী এবং সাহসী গল্প নিয়ে নির্মিত হয়েছে লিপস্টিক ‘আন্ডার মাই বুরকা’ ছবিটি। বলিউডের আলোচিত বিতর্কিত এই ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং দারুণ প্রশংসা অর্জন করেছে ইতোমধ্যে। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এবং প্রকাশ যা প্রযোজিত সিনেমা ‘লিপস্টিক আন্ডার মাই বুরকা’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করলেও ভারতীয় সেন্সর বোর্ড এ ছবিটি প্রদর্শনের জন্য সার্টিফিকেট দিতে অনেকদিন গড়িমসি করেছে। এ ছবিটির নারীবাদী বক্তব্য, সাহসী সংলাপ কতিপয় দৃশ্য নিয়ে সেন্সর বোর্ডের ঘোরতর আপত্তি ছিল। যদিও শেষ পর্যন্ত শুধুমাত্র প্রাপ্ত বয়স্কৃদের জন্য ‘এ’ তকমাপ্রাপ্ত হয়ে সার্টিফিকেট মিলেছে। ‘লিপস্টিক আন্ডার মাই বুরকা’ ছবির টাইটেলে বিষয়টি ফুটে উঠেছে। কারণ, দেশ, কাল, বয়স, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব নারী মনের গভীরে লুকিয়ে থাকা গোপন কথাগুলো এ ছবিতে তুলে ধরা হয়েছে। নারীর মনের অবদমিত ইচ্ছে-আকাক্সক্ষা সাধগুলো বাস্তবায়নে সাহসী হওয়ার অনুপ্রেরণা দেয়া হয়েছে। ‘লিপস্টি আন্ডার মাই বুরকা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিজ্ঞ অভিনেত্রী রতœা পাঠক শাহ। এখানে পঞ্চাশোর্ধ বিধবা এক নারী রূপে দেখা যাবে তাকে। অভিনীত চরিত্রটি সম্পর্কে রতœা পাঠক শাহ বলেন, ‘আমি এর আগে তেমন চরিত্রে অভিনয় করিনি। আমার জন্য এটা ভিন্ন এক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। আগামীতে তেমন চরিত্রে আর করব কিনা বলতে পারছি না। তবে বয়স্ক নারীদের মনের গভীর অনুভূতি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোন আপোস করিনি আমি। মনপ্রাণ ঢেলে অভিনয় করেছি আমি এ ছবিতে।’ এ ছবির আরেক উল্লেখযোগ্য অভিনয় শিল্প কংকনা সেন শর্মা তার নিজের অভিনয় নিয়েও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি এ ছবিতে তিন বাচ্চার মা এক সাধারণ আটপৌরে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি, এ রকম অগণিত গৃহবধূ ঘরে ঘরে রয়েছে আমাদের চারপাশে। যারা ঘরোয়া আটপৌরে জীবনের গতানুগতিক ব্যস্ততায় নিজেদের সমর্পণ করে রাত-দিন স্বামী সন্তান আর সংসারের জন্য তাদের নিজেদের সাধ আহ্লাদকে বিসর্জন দেয়, কেউ একবারও ভাবে না তাদের মনের ইচ্ছেগুলোর কথা। আমি তেমন এক নারীর দুঃখ, বেদনা, আনন্দ, চাওয়া-পাওয়ার বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, দর্শক ছবিটি দেখার পর এটা উপলব্ধি করবেন। বর্তমান সামাজিক বাস্তবতার আলোকে নারীদের দুঃখ, বেদনা, চাওয়া-পাওয়া, সমস্যা বঞ্চনা প্রভৃতিকে উপজীব্য করে অনেক সিনেমা নির্মিত হচ্ছে। তবে ‘লিপস্টি আন্ডার মাই বুরকা’ ছবিটি তার চেয়ে অনেকটা আলাদা এবং শক্তিশালী বক্তব্য নিয়ে আসছে দর্শকদের সামনে। দেখা যাক, দর্শক লিপস্টিক আন্ডার মাই বুরকা’ ছবিটি কিভাবে গ্রহণ করেন?
×