ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭৫ বছর পর সুইস দম্পতির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:৩৬, ১৯ জুলাই ২০১৭

৭৫ বছর পর সুইস দম্পতির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ নিখোঁজ হওয়ার ৭৫ বছর পর এক সুইস দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আল্পস পর্বতমালা এলাকায় তারা হারিয়ে গিয়েছিলেন। বরফে জমাট বেঁধে যাওয়ায় তাদের মরদেহ অক্ষত আছে। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। মার্সেলিন ও ফান্সিনে দামোলিন নামের ওই দম্পতি নিজেদের গরুর দেখাশোনা করতে প্রায়ই ওই এলাকায় যেতেন। কিন্তু ১৯৭২ সালের ১৫ আগস্ট ঘর থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেননি। মার্সেলিন ও ফান্সিনে দামোলিনের সংসারে সাতটি সন্তান ছিল। সবচেয়ে ছোট মেয়ে মার্সেলিন উড্রে-দামোলিনের বয়স এখন ৭৯। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, '৭৫ বছর ধরে অপেক্ষা করেছি। এই খবরে আমি শান্তি পেয়েছি। এখন আমরা অন্তত তাদের শেষকৃত্যটা করতে পারব। '
×