ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমিরের মতে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহালি

প্রকাশিত: ২৩:২২, ১৮ জুলাই ২০১৭

আমিরের মতে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহালি

অনলাইন ডেস্ক ॥ ভারত-পাকিস্তান তাও আবার ক্রিকেট মাঠে? তার মানে তো হাড্ডাহাড্ডি লড়াই সঙ্গে বাক্যের লড়াইও চলতে থাকে। একে অপরকে আক্রমণ করাটাই মূল লক্ষ্য। কিন্তু প্রশংসা করছেন একে অপরের তেমনটা খুব একটা দেখা যায় না। কিন্তু সেই কাণ্ডই ঘটিয়েছেন পাকিস্তানের স্পিড স্টার মহম্মদ আমির। শেষ দেখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আসরে। যে খানে ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। গত বছর এশিয়া কাপের সময় বিরাট কোহালি বলেছিলেন, ‘‘আমিরকে মাঠে ফিরতে দেখে আমি খুশি। ও অসাধারণ বোলার। ও নিজের ভুলগুলো বুঝতে পেরে তা শুধরে নিয়ে ফিরেছে।’’ ২০১৬ বিশ্বকাপ টি২০তে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আমিরকে ব্যাটও উপহার দিয়েছিলেন বিরাট। এ বার বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সেই মহম্মদ আমিরকে। সোশ্যাল মি়ডিয়ায় ফ্যানদের সঙ্গে কথা বলতে গিয়েই বিরাটের কথা বলেছেন আমির। যে খানে মহম্মদ হামজা সৈয়দ নামে একজন ফ্যান আমিরের কাছে জানতে চেয়েছেন, ‘‘আপনার মতে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে?’’ প্রায় সঙ্গে সঙ্গেই আমির জবাব দেন, ‘‘বিরাট কোহালি।’’ আবারও সোমনাথ পাল নামে এক সমর্থক বলেন, ‘‘রুট, উইলিয়ামস, স্মিথ, কোহালি, কে সেরা?’’ এ বারও অকপট আমির। লেখেন, ‘‘ওরা সকলেই সেরা কিন্তু ব্যাক্তিগতভাবে আমার পছন্দ বিরাট।’’ এ বার অবশ্য এই আড্ডার মধ্যে ঝুপুৎ করে ঢুকে পড়েন স্বয়ং বিরাট কোহালি। সেখানেই তিনি লেখেন, ‘‘আমি জানি না পাকিস্তান প্লেয়াররা ভারত সম্পর্কে কী বলে। কিন্তু আমি তোমার বোলিংয়ের বড় ফ্যান। স্পট ফিক্সিংয়ের আগে থেকে এখনও পর্যন্ত।’’ আমিরের বিরাটপ্রীতি দেখে আপ্লুত ভারতের ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আমিরের শিকার হয়েছিলেন স্বয়ং বিরাট। সঙ্গে রোহিত শর্মা ও শিখর ধবন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×