ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গো-রক্ষার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না ॥ মোদি

প্রকাশিত: ১৯:৩৬, ১৭ জুলাই ২০১৭

গো-রক্ষার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না ॥ মোদি

অনলাইন ডেস্ক ॥ গো-রক্ষার নামে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ রোববার ভারতের সর্বদলীয় বৈঠকে এ কথা বলেন মোদি। আগামীকাল সোমবার থেকে দেশটির সংসদে পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে। বৈঠকে মোদি বলেন, ভারতে গো-রক্ষার জন্য আইন আছে। ব্যক্তিগত শত্রুতা থেকে গোরক্ষার নামে অপরাধ মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ভারতের প্রতিটি রাজ্যের সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। মোদি আরো বলেন, কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থে গো-রক্ষাকে ধর্মীয় বিষয় বলে দাবি করছে। এর ফলে ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। গো-রক্ষাকে রাজনৈতিক বা ধর্মীয় রং দেওয়া ঠিক নয়। এতে ভারতের কোনো লাভ হবে না।
×