ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছোট্ট শিশুর সারা শরীরে সুঁই আর সুঁই!

প্রকাশিত: ১৯:৩০, ১৭ জুলাই ২০১৭

ছোট্ট শিশুর সারা শরীরে সুঁই আর সুঁই!

অনলাইন ডেস্ক ॥ তিন বছরের ছোট্ট শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার শরীরে ফোটানো ছিল সাতটি সূঁই। একটি হাতও ভাঙা ছিল। এ ছাড়া মানসিকভাবে শিশুটি ছিল বিপর্যস্ত। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায়। স্থানীয় সময় শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। গতকাল তার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসা শুরু করা হয়। এদিকে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগ এনে সনাতন ঠাকুর নামের এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। শিশুটির মা একজন গৃহকর্মী। তাঁকে বাসায় কাজ করার সুযোগ করে দেয় নিরাপত্তারক্ষী সনাতন। শিশুটিকে ধর্ষণ করার জন্যই তার মাকে চাকরি দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুর শরীরে কমপক্ষে সাতটি সুঁই ফোটানো হয়েছে। শারীরিক অবস্থা অবনতি হওয়ার আশঙ্কায় ওই সূঁচগুলো এখনি বের করা হচ্ছে না। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে গত শিশুটির মা তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়েই চিকিৎসকরা তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন খুঁজে পায়। এদিকে অভিযুক্ত নিরাপত্তারক্ষী সনাতন পলাতক রয়েছে। তাকে খুঁজতে স্থানীয় সব থানায় খবর পাঠানো হয়েছে। সনাতনের খোঁজ মিললেই এ ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।
×