ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের নতুন স্বাস্থ্যবিল ॥ রিপাবলিকানদের উদ্বেগ

প্রকাশিত: ১৮:১৬, ১৭ জুলাই ২০১৭

ট্রাম্পের নতুন স্বাস্থ্যবিল ॥ রিপাবলিকানদের উদ্বেগ

অনলাইন ডেস্ক ॥ ওবামার স্বাস্থ্যসেবা উদ্যোগকে পাল্টে ট্রাম্পের নতুন স্বাস্থ্যসেবা উদ্যোগ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে রিপাবলিকানদের নতুন স্বাস্থ্যসেবা বিল নিয়ে খোদ ৮ থেকে ১০ জন রিপাবলিকান সিনেটরও গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। স্বাস্থ্যসেবা বিলটির বিরোধিতাকারী মধ্যপন্থী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স রবিবার এ কথা বলেছেন। সিএনএন এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে কলিন্স বলেন, 'প্রায় ৮ থেকে ১০ জন রিপাবলিকান সিনেটর বিলটি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি জানি না এটি পাস হবে কিনা। ' যুক্তরাষ্ট্রের সিনেট এরই মধ্যে স্বাস্থ্যসেবা বিলটি নিয়ে ভোটাভুটি আরও দেরিতে করার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা পরিকল্পনা ওবামাকেয়ারের বদলে নতুন স্বাস্থসেবার প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের রিপাবলিকানরা। গত বৃহস্পতিবার সিনেটে উত্থাপন করা সংশোধিত নতুন স্বাস্থ্যসেবা বিলের বিরোধিতা ইতিমধ্যেই করেছেন দুই রিপাবলিকান সিনেটর। এর মধ্যে একজন হচ্ছেন ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জন ম্যাককেইন।
×