ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে ॥ ঢাবি ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত: ০৩:১৪, ১৬ জুলাই ২০১৭

আওয়ামী লীগের দুই ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে ॥ ঢাবি ছাত্রলীগ সভাপতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। হল শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে রবিবার এই কমিটি অনুমোদন দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। জিয়া হল শাখার কমিটিতে সুপারিশ করেন হল শাখার সভাপতি ইউসুফ উদ্দীন খান এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন। আর ফজলুল হক হলের কমিটি সুপারিশ করেন হল শাখার সভাপতি শাহরিয়ার সিদ্দিকী শিশিম এবং সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান। নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আবিদ আল হাসান জনকণ্ঠকে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পড়াশোনার পাশাপাশি রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃবৃন্দকে ডিজিটাল বাংলাদেশ গঠন, ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।
×