ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য

প্রকাশিত: ০১:২০, ১৬ জুলাই ২০১৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য সুদানের দারফুরের (পশ্চিম সুদান) উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএন চার্টার ফ্লাইটে দারফুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে দলটি। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ার। পুলিশ হেডকোয়ার্টার্সের সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। পুলিশ হেড কোয়ার্টার্স সূত্র জানায়, বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রায় এক হাজার সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৫ জুলাই হাইতি মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ পুলিশ ঢাকা ত্যাগ করেছিলেন। হাইতিতে ব্যানএফপিইউ-৩ নামের এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী।
×