ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসচিবসহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশিত: ০১:১৯, ১৬ জুলাই ২০১৭

স্বাস্থ্যসচিবসহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টরয়েড, অ্যান্টিক্যান্সার এবং হরমোনবিষয়ক ওষুধ উৎপাদন ও বিক্রির বিষয়ে সরকারের গঠিত ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি না রাখায় স্বাস্থ্যসচিবসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে করা আবেদনের শুনানি করে রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
×