ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোডম্যাপ দিয়ে সঙ্কটের সমাধান হবে না: ফখরুল

প্রকাশিত: ০১:০৫, ১৬ জুলাই ২০১৭

রোডম্যাপ দিয়ে সঙ্কটের সমাধান হবে না: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোডম্যাপ দিয়ে রাজনৈতিক সঙ্কটের সমাধান করা যাবে না। এর সমাধান করতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। আর এ জন্য প্রয়োজন হবে নির্বাচনকালীন সহায়ক সরকার।রবিবার দুপুরে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সহায়ক সরকার গঠনের জন্য আলোচনার প্ররয়াজন বলে আমরা মনে করি। সেই দিক থেকে রোডম্যাপ দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে এটা বিষয় নয়। দেশের প্রধান সঙ্কট হচ্ছে নির্বাচন কিভাবে হবে। সেখানে সরকারের অবস্থানটা কি হবে। সরকার কোন জায়গায় থাকবে? আর নির্বাচন কমিশনের ভূমিকাই বা কী হবে? মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়টি এখনও ঠিক না করা একটি রাজনৈতিক সঙ্কট। রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে। নির্বাচনের জন্য রোড তো থাকতেই হবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো রোড দেখতে পাচ্ছি না। আর ম্যাপ তো পরের প্রশ্ন। এটি একটি স্পর্শকাতর বিষয়। নির্বাচন কমিশনের ডাকা আলোচনায় বিএনপি অংগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক যতগুলো পদ্ধতি আছে সেগুলোতে আমরা যেতে চাই। তবে এটি নির্ভর করছে নির্বাচন কমিশন এবং সরকারের সদিচ্ছার ওপর। তারা আমাদের সে পথে যেতে দিতে চায় কি না? অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপের বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পরে দেয়া হবে। রোডম্যাপ প্রকাশে নির্বাচন কমিশনের উদ্দেশ্য খুব ভালো উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারও বলছেন নির্বাচন নিরপেক্ষ করতে চাই, সহায়তা করতে চাই। কিন্তু প্রকৃত দৃশ্য তো সবাই দেখছেন, আমরা কোনো সভা-সমাবেশ করতে পারি না। শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিদেশে যাবার সময় আমাদের নেতাদের রাস্তায় দাঁড় করে রাখল। এই পরিবেশ-পরিস্থিতিতে আদৌ নির্বাচনের পরিবেশ আছে কি না সেটাও সবার আগে দেখতে হবে। এসময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দু সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
×