ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলম্বোতে একমাত্র টেস্টে ২য় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়

প্রকাশিত: ২০:১৩, ১৬ জুলাই ২০১৭

কলম্বোতে একমাত্র টেস্টে ২য় ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়

অনলাইন রিপোর্টার ॥ শ্রীলঙ্কার মাটিতে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে ৩৪৬ রানে অলআউট করে ১০ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ৩৭৫ রান। কিন্তু লাঞ্চ বিরতির সময় জিম্বাবুয়ে ২৩ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো লিড পাওয়ার এই অর্জনটা তাদের মানসিক শক্তি জোগাবে দ্বিতীয় ইনিংসে। কিন্তু তা হতে দেয়নি রঙ্গনা হেরাত। ৪ ওভার বোলিং করে ৭ রানের বিনিময়ে নিয়েছেন তিন উইকেট। এই ৪ উইকেটের মধ্যে আছে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান আরভিন। দেখার বিষয় জিম্বাবুয়ে ২য় ইনিংসে কত রানের লিড নিতে পারে। জিম্বাবুয়ে এখন এগিয়ে আছে ৩৩ রানে। আজকে ৬০ ওভারের পর কাল আরও খেলার বাকি দুই দিন। জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন। এমনকি শন উইলিয়ামস তাঁর অনিয়মিত স্পিনে নিয়েছেন ২ উইকেট।
×