ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেড় বছর পর দলে ফিরলেন কেমার রোচ

প্রকাশিত: ১৯:১৬, ১৬ জুলাই ২০১৭

দেড় বছর পর দলে ফিরলেন কেমার রোচ

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। ২০০৯ সালের ওই টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলে ৬ উইকেট (৩+৩) নিয়ে আলোচনায় আসেন। এরপর জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই নিজের অবস্থান করেছিলেন শক্ত। কিন্তু হায়! বারবার ইনজুরি তাকে ঠেলে দেয় দলের বাইরে। ইনজুরি কাটিয়ে ফিরলেও মেলে ধরতে পারেনি আগের মতো। যে কারণে আবার ছিটকে পড়তেন। দেড় বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরলেন কেমার রোচ। গত বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২৯ বছর বয়সী এই ফাস্ট বোলার। আগামী মাসে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে আছেন জেসন হোল্ডারই। সহ-অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাফেট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেই ব্ল্যাকউড, রস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডউরিচ, শ্যানন গ্যাব্রেইল, শিমরন হেটমায়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরন পাওয়েল, রেমন রেইফার ও কেমার রোচ।
×