ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ জুলাই ২০১৭

টু ক রো  খ ব র

চা বিক্রির নতুন রেকর্ড গেল বছর দেশে উল্লেখযোগ্য পরিমাণ চা উৎপাদনের পর চলতি মৌসুমেও বেশি চা উৎপাদনের আশা করেছিলেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। তবে বছরের শুরুতে তীব্র দাবদাহ ও অতিবৃষ্টির ফলে আশানুরূপ চা উৎপাদন হয়নি। সম্প্রতি বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় ২০১৭-১৮ নিলামবর্ষে চা সরবরাহের নতুন রেকর্ড গড়েছেন বাগান মালিকরা। সরবরাহকৃত চায়ের ৯৪ শতাংশই কিনে নিয়েছে নিলামে অংশগ্রহণকারী কোম্পানিগুলো। চা নিলাম প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যমতে, সর্বশেষ ১১ জুলাই অনুষ্ঠিত চায়ের আন্তর্জাতিক নিলামে ১৬২টি বাগান থেকে চা পাঠানো হয়েছে ২২ লাখ ৩১ হাজার ৬৪৪ কেজি; যার ৯২ থেকে ৯৪ শতাংশ কিনে নেয় বিপণন কোম্পানিগুলো। এর আগের প্রতিটি নিলামে গড়ে ১৮ থেকে ২০ লাখ কেজি করে চা সরবরাহ করা হয়। সর্বশেষ নিলামে রেকর্ড পরিমাণ সরবরাহ হওয়ায় ক্রেতা প্রতিষ্ঠানগুলোও চা সংগ্রহে আগ্রহী হয়ে ওঠে। বাজেটে চা আমদানির ওপর শুল্ক বৃদ্ধির পর থেকে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর চাহিদার কেন্দ্রে উঠে যায় নিলামের চা। বাংলাদেশ টি ট্রেডার্স এ্যাসোসিয়েশনের (বিটিটিএ) সাবেক সহ-সভাপতি আবদুল হাই গণমাধ্যমে বলেছেন, জুন-জুলাইয়ে ভাল মানের চা উৎপাদনের উপযুক্ত সময়। কিন্তু জুন মাসজুড়ে সারাদেশে অতিবৃষ্টির ফলে চা উৎপাদন আশানুরূপ হয়নি। জুনের শেষ দিকে চা বাগান এলাকায় পরিমিত বৃষ্টিপাতের ফলে উৎপাদনও বাড়তে থাকে। ১১তম নিলামে প্রায় ৪১ হাজার প্যাকেটে ২২ লাখ কেজির বেশি চা সরবরাহ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী কয়েক মাস চা উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন তিনি। অর্থনীতি ডেস্ক
×