ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যামাজন আর ফ্লিপকার্টের যুদ্ধের ঘোষণা

প্রকাশিত: ০৬:০২, ১৫ জুলাই ২০১৭

এ্যামাজন আর ফ্লিপকার্টের যুদ্ধের ঘোষণা

সিএনএনের প্রতিবেদনে বলা হয় ভারতের বৃহৎ দুটি ই-কমার্স প্রতিষ্ঠানকে কিনতে যাচ্ছে ফ্লিপকার্ট। দেশটির এ্যান্টি ট্রাস্ট নীতি নির্ধারক বৃহস্পতিবার ইবের ভারতীয় ব্যবসা ও ‘ফ্লিপকার্ট’ একত্রীকরণের অনুমোদন দেয়ায় চুক্তির আরেক ধাপ কাছে পৌঁছেছে প্রতিষ্ঠানটি। ৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ফ্লিপকার্টের সঙ্গে এক হচ্ছে ইবে। বিশ্লষকদের ধারণা এই চুক্তি ভারতের অনলাইন রিটেইল বাজারে ফ্লিপকার্টের শীর্ষস্থান আরও মজবুত করবে। আর এতে এ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায়ও কিছুটা এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশটির অনলাইন রিটেইল বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ্যামাজন। প্রযুক্তি পরামর্শদাতা প্রতিষ্ঠান গার্টনার-এর গবেষণা পরিচালক স্যান্ডি শেন বলেন, ‘এটি ফ্লিপকার্টের জন্য ভাল খবর কারণ অল্প সময়ের জন্য হলেও তারা শীর্ষস্থান পাকা করল, আর প্রতিযোগিতায় এ্যামাজনকে দূরে রাখছে।’ ভারতে ব্যবসা বাড়িয়ে ৫০০ কোটি মার্কিন ডলারে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এ্যামাজন। কিন্তু বারবারই পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি আর সমালোচনাও সহ্য করতে হচ্ছে। ইতোমধ্যে ভারতের তৃতীয় বৃহত্তম অনলাইন রিটেইল প্রতিষ্ঠান স্ন্যাপডিলকে কিনতেও কথা চালাচ্ছে ফ্লিপকার্ট। এক শ’ কোটি মার্কিন ডলারের এই চুক্তি বাস্তবায়ন হলে এ্যামাজনের চেয়ে ব্যবসায় বেশ খানিকটা এগিয়ে থাকবে প্রতিষ্ঠানটি। সূত্র ॥ সিএনএন
×