ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনল মাইক্রোসফট

প্রকাশিত: ০৬:০২, ১৫ জুলাই ২০১৭

কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনল মাইক্রোসফট

টাইপিং ‘ঝামেলা মুক্ত’ করতে এই কিবোর্ডের অল্টার আর কন্ট্রোল কি-এর মাঝখানে একটি লুকানো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। এই কিবোর্ডে-এর দাম রাখা হয়েছে ১৩০ ডলার। সেই সঙ্গে ৫০ ডলার দামে ‘মডার্ন মাউস’ নামের একটি মাউস উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই মাউসে প্রায় অদৃশ্য বাটন ও ধাতব স্ক্রল হুইল রাখা হয়েছে। সারফেইস মডেলগুলোর নক্সার সঙ্গে মিলে যায় এমন পরবর্তী প্রজন্মের উইন্ডোহ ১০ ইনপুট ডিভাইস আনার অংশ হিসেবে এই ডিভাইস দুটি উন্মোচন করা হলো, প্রযুক্তি সাইট এনগ্যাজেটের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আইএএনএস। এ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি কিবোর্ডটি ভারি ও ‘ভার্চুয়ালি অক্ষয়’ বলে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে। এটি তার সংযোগ বা ব্লুটুথ, দুই মাধ্যমেই ব্যবহার করা যাবে, এতে একটি রিচার্জেবল ব্যাটারিও রয়েছে। এই কিবোর্ড উইন্ডোজ ৮-১০, উইন্ডোজ ১০ ফোন, এ্যান্ড্রয়েড ও ম্যাকওএসের সঙ্গে ব্যবহার করা যাবে। এই ডিভাইসগুলো কবে বাজারে আনা হবে তা নিয়ে মাইক্রোসফট এখনও কিছু জানায়নি, তবে কিছু ইউটিউব ভিডিওতে এগুলো ‘শীঘ্রই আসছে’ বলে মত দেয়া হয়েছে। সূত্র ॥ আইটি ডটকম ডেস্ক
×