ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জি-২০ সম্মেলনে অন্য বিতর্ক

প্রকাশিত: ০৭:৫২, ১২ জুলাই ২০১৭

জি-২০ সম্মেলনে অন্য বিতর্ক

হামবুর্গে শিল্পোন্নত ২০টি দেশের সম্মেলনের শেষদিন শনিবার এক বৈঠকে কিছু সময়ের জন্য ট্রাম্পের চেয়ারে বসে সমালোচনার মুখে পড়েন তার মেয়ে ও অবৈতনিক উপদেষ্টা ইভাঙ্কা। ওই ঘটনাকে ট্রাম্প প্রশাসনের ‘দুর্নীতির নমুনা’ হিসেবে তুলে ধরছে ডেমোক্র্যাটরা। তারা ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির পুরনো অভিযোগও সামনে এনেছে। দুদিন পর ওই ঘটনা নিয়ে মুখ খোলেন ট্রাম্প; বলেন, মেয়েকে তিনিই তার আসনে বসতে বলেছেন। টুইটে ট্রাম্প জি-২০ সম্মেলনে তার চেয়ারে মেয়েকে বসানোর বিষয়টিকে ‘খুবই উপযুক্ত সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করে বলেন, একই কাজ যদি হিলারি ক্লিনটনের হয়ে তার মেয়ে চেলসি করত, তাহলে সংবাদমাধ্যমগুলো বিষয়টি অন্যভাবে নিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যের জবাবে পাল্টা টুইটে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি বলেছেন, তারা বাবা-মা কখনোই তাকে অমন কাজ করতে বলতেন না। সূত্র : ইন্টারনেট
×