ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া লাইক ঠেকাতে ইনস্টাগ্রামের উদ্যোগ

প্রকাশিত: ১৮:৫৪, ৬ জুলাই ২০১৭

ভুয়া লাইক ঠেকাতে ইনস্টাগ্রামের উদ্যোগ

অনলাইন ডেস্ক ॥ ভুয়া লাইক ও মন্তব্যের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ফেইসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি সাইটও বন্ধ করে দিয়েছে। দ্য নেক্সট ওয়েব জানিয়েছে নীতিমালা ও ব্যবহারের শর্ত ভঙ্গ করে অর্থের বিনিময়ে ছবিতে লাইক ও মন্তব্য জোগাড় করা বেশ কিছু সাইট শনাক্ত করেছে ইনস্টাগ্রাম। এ কারণে অবৈধ এসব সাইটের কার্যক্রমও বন্ধ করে দিয়েছে ফেইসবুকের মালিকানাধীন ছবি বিনিময়ের এই অ্যাপটি। বন্ধ হওয়া সাইটগুলো হলো ‘ইনস্টাগ্রেস’, ‘ইনস্টাপ্লাস’ ও ‘পেয়ারবুস্ট’। জানা গেছে তৃতীয় পক্ষের তৈরি এসব সাইট ব্যবহারকারীদের বিনিময় করা ছবিতে স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার লাইক ও মন্তব্য যোগ করার পাশাপাশি বাণিজ্যিক প্রচারণাও চালাত।
×