ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথমবারের মতো হংকং গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

প্রকাশিত: ০০:০৪, ২৯ জুন ২০১৭

প্রথমবারের মতো হংকং গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন ডেস্ক ॥ ব্রিটেনের কাছ থেকে হংকংয়ের স্বাধীনতা প্রাপ্তির ২০ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনৈতিক উত্তেজনার মধ্যে তার এই ঐতিহাসিক সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, ২০১২ সালে ক্ষমতায় আসার পর হংকংয়ে শি জিনপিং এর এটিই প্রথম সফর। জানা গেছে, বিমানবন্দরে পৌঁছেই শি বলেন, ‘চীন সবসময় হংকংয়ের পাশে রয়েছে।’ তবে জিনপিং এর এই সফরকে ঘিরে দেশটিতে বিরোধী প্রো-ডেমোক্রেসি ও প্রো-বেইজিং আন্দোলন হতে পারে, এই সন্দেহে ইতোমধ্যে কয়েকজন পরিচিত আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হংকংয়ের ছাত্র নেতা জোশুয়া ওংকে আটক করার পর তার মুক্তিতে বিক্ষোভ করে সমর্থকরা। এছাড়া পূর্বে চীনাদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি ভাস্কর্য ফিরিয়ে দেয়ারও দাবি করেছেন তারা। এর আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও সফরের সময় বিক্ষোভের মুখে পড়েছিলেন। হংকংয়ের স্বাধীনতার ১৫ বছর পূর্তি উপলক্ষে সেবার চীন সফর করেন তিনি। সেই অভিজ্ঞতার আলোকে এবার বাড়তি নিরাপত্তার জন্য শহরজুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবিসি।
×