ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীর ঢল

প্রকাশিত: ২৩:২৬, ২৯ জুন ২০১৭

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে দর্শনার্থীর ঢল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঈদের চতুর্থ দিনেও চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দর্শনে পর্যটক-দর্শনার্থীদের ঢল পরিলক্ষিত হয়েছে। প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক থাকায় ঈদের দিন থেকে পার্কে দর্শানার্থী আগমন বাড়ছে। পর্যটক-দশানার্থীদের যানবাহন জটলা কমাতে পার্কের বাইরে রাখা হয়েছে বিশাল গাড়ি পাকিং স্পট। নানা ধরণের জীব-বৈচিত্রের পাশাপাশি পার্কের সৌর্ন্দয্য বিমুহিত করছে দশনার্থীদের। পার্কের ভেতরে ও বাইরে দর্শনার্থীদের অবাধ ভ্রমন নিশ্চিত করতে ঈদের দিন থেকে থানা পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করেছে। তবে পার্কের আশপাশ এলাকায় উন্নতমানের খাবার হোটেল না থাকায় পর্যটকদের ভোজন নিয়ে বিপাকে পড়তে দেখা গেছে। সাফারি পার্কের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ঈদের দিন থেকে এ পর্যন্ত গড়ে ১৫ হাজার দর্শনার্থী পার্কে এসেছেন। জানা গেছে, সাফারি পার্কের ভেতরে গহীণ অরণ্যে চলে যাওয়া আঁকাবাঁকা সড়কের দুই পাশের অসংখ্য গাছ-গাছালি, বনজঙ্গলে ভরপুর বিশাল লেকের বির্স্তীণ জলরাশির সৌন্দর্য উপভোগ করছেন দর্শণার্থীরা। অনেকে সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পার্কের অলিগলিতে অবস্থিত পশু ও পাখিশালায় হরেক প্রজাতির জীবজন্তু দেখতে ভিড় করেছে। সাফারি পার্কে দর্শণার্থীদের জন্য রয়েছে, বাঘ, সিংহ, হরিণ, হাতি, উটপাখি, সাম্বার, মযূর, সারস পাখি, উটপাখি, কুমির, জলহস্তী, মায়া হরিণ, চিতা হরিণ, ভল্লুক, খরঘোশ, অজগর, বন্যশুয়র, বানর, কালো শিয়াল, উল্টোলেজী বানর, লাম চিতা, হনুমান, তারকা কচ্ছপসহ ৭০ প্রজাতির পশুপাখি।
×