ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:৫১, ২৯ জুন ২০১৭

অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়েছে ॥ খাদ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ খাদ্য মন্ত্রণালয়ে বরাদ্দের বিরোধীতা করে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বলেছেন, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ এবং রফতানির দেশ হিসেবেও পরিচিত। ১০ টাকা কেজি করে চাল বিক্রির রেকর্ড আমাদের রয়েছে। কিন্তু হঠাৎ করে কী হলো মোটা চালের দাম ৫০ টাকা হলো? এটা কেন হলো? মনিটরিংয়ের সু-ব্যবস্থা নেই কেন? সরকার কৃষকদের কাছ থেকে খাদ্য সংগ্রহ করছে তা সঠিকভাবে হচ্ছে না। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। প্রথমেই সরকার আমদানী কর কমিয়ে দিলে জনগণ এমন দুর্ভোগে পড়তে হতো না। ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারতো না। এতে করে সাধারণ মানুষের পকেট থেকে অনেক টাকা চলে গেছে। তাই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে খাদ্য নিশ্চিত করতে হবে। জবাবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অতিসম্প্রতি চালের দাম বৃদ্ধি কারণেই আমার প্রতি এমন বিষোদগার। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ন, বিদেশে রফতানি করার সক্ষমতা অর্জন করেছি এটাও ঠিক। আসলে হাওড় অঞ্চল থেকে বোরো ফসলটি আগে আসেনি। কিন্তু আগাম বন্যার কারণে সব বোরো ধান ধ্বংস হয়ে গেছে। অকাল বন্যা ও অতিবৃষ্টির সুযোগ নিয়ে এক শ্রেণীর কিছু অসাধু ব্যবসায়ী চালের দম বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের চালের মজুদ একটু আছে এটা ঠিক। প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আমদানীর ব্যবস্থা করা হয়েছে, আমদানী শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। মোট ৪ লাখ মেট্রিক টন চাল পাইপ লাইনে রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও চাল আমদানীর চিন্তা-ভাবনা সরকারের রয়েছে। কৃষকরা এবার উৎপাদিত মূল্যে পেয়েছে। হৃতদরিদ্র্যদের আমরা ১০ টাকা কেজি দরে ৫ মাসে দেড়শ’ কেজি চাল দেওয়া হচ্ছে। এ কারণে আর ভিজিএফের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে বিশেষ ব্যবস্থায় ভিজিএফের মাধ্যমে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে। খাদ্য আমদানি প্রসঙ্গে তিনি বলেন, এবার খাদ্য মন্ত্রণালয় যে চাল ও গম সংগ্রহ করছে, তার মান নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না। এবার সাড়ে ১২ প্রোটিনের গম আমদানি করা হচ্ছে। এর বাইরে কোন গম আনা হবে না।
×