ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার দুই শতাধিক ক্রিকেটার বেকার হচ্ছেন !

প্রকাশিত: ১৯:৩০, ২৯ জুন ২০১৭

অস্ট্রেলিয়ার দুই শতাধিক ক্রিকেটার বেকার হচ্ছেন !

অনলাইন ডেস্ক ॥ স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা খুব সম্ভবত আগামী ১ জুলাই থেকে বেকার হতে চলেছেন। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের জেরেই এমনটি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। কারণ বোর্ডের সঙ্গে ওয়ার্নারদের কেন্দ্রীয় চুক্তিতে সই করার শেষ দিন ৩০ জুন। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেওয়া নতুন চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির সব ক্রিকেটার। যদিও প্রথম প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ট্রেলিয়ান সংস্থা নতুন করে একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সেটাও ফিরিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গ্রেগ ডায়ার এরইমধ্যে সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসনদের সাথে নিয়ে মিডিয়ার সামনে খোলাখুলি কথাটা বলে দিয়েছেন। তার ভাষ্য, এই সমস্যা সহসা সমাধান হওয়া 'একেবারেই' অসম্ভব। ডায়ার বলেন, 'এখন দুই পক্ষ দুই দিকে। অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সমস্যা সমাধানের ধারেকাছেও নেই। কিভাবে কি করা যায় তা দেখছি আমরা কিন্তু তারা আসলে বেকার হয়ে যাচ্ছে। ' শীর্ষ খেলোয়াড়দের বোর্ড আয়ের বড় ভাগ দিলেও নিচের সারির অন্য ক্রিকেটাররা তা পাবেন না। নতুন এই নিয়মে চুক্তি করতে চাইছে সিএ। সেটিতে রাজি নন কোনো ক্রিকেটার। এখন প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়া দলের আগস্টের বাংলাদেশ সফর নিয়ে, তার আগে তাদের 'এ' দলের দক্ষিণ আফ্রিকা সফর, পরে সীমিত ওভারের সিরিজের জন্য ভারত সফর নিয়েও। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার এড কোয়ান বলেছেন, তারা খেলোয়াড়রা একজোট। দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে নড়বেন না। তাই ২৭ আগস্ট বাংলাদেশে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরুর সম্ভাবনা দেখছেন না কোয়ান, 'সম্ভবত পরের ধাক্কাটা যাবে বাংলাদেশ সফরের ওপর দিয়ে। খেলোয়াড়রা কি আগস্টের শেষে খেলতে যাবে? আমার মনে হচ্ছে সিকিউরিটি ইস্যুর পর এবার চুক্তি ইস্যুতে সফরটা হবে না।
×