ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাবতলীর গরুর হাটে ৩৯ টি পশু জীবন্ত দগ্ধ

প্রকাশিত: ১৮:১২, ২৯ জুন ২০১৭

গাবতলীর গরুর হাটে ৩৯ টি পশু জীবন্ত দগ্ধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাবতলীর গরুর হাটের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা গরুর হাটের ভেতরে ছাউনিতে আগুন লাগে। পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে গরু-ছাগল রাখার কয়েকটি আস্তানা পুড়ে ৩৯ টি পশু জীবন্ত দগ্ধ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্র্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ফায়ারের কর্মীরা সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হাটের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ১০টার দিকে প্রথমে হাটের দোতলা একটি ছাউনিতে আগুন লাগে। পরে পাশের দুই ছাউনিতে তা ছড়িয়ে পড়ে। তারা জানান, ওই তিন ছাউনিতে শতাধিক গবাদি পশু রাখা ছিল। আগুন লাগার পর হাটের লোকজন অধিকাংশ গরু-ছাগল সরিয়ে নিতে পারলেও ৩৯টি পশু ভেতরেই পুড়ে মারা গেছে। এর মধ্যে ১৩টি গরু এবং ২৬টি ছাগল ও ভেড়া রয়েছে। ব্যবসায়ীরা জানান, এ ছাড়া আগুনে দগ্ধ আরও ১৪টি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করে ফেলে হয়েছে। তারা অভিযোগ করেন, ক্ষয়ক্ষতির পরিমানা প্রায় অর্ধকোটি টাকা। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুল কবির জানান, সকাল ১০টার দিকে আমরা আগুল লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে হাটে গরুর রাখার বেশ কয়েকটি আস্তানা পুড়ে গেছে। আর কিছু পশুও মারা গেছে। তিনি জানান, কীভাব আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা সম্ভব হয়নি। তদন্ত করে জানা যাবে।
×