ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত: ১৮:০৮, ২৯ জুন ২০১৭

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জ জেরা সীমানায় বৃহস্পতিবার ভোরে ১০ ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শ্বশুর-পূত্রবধু ও নাতিসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভোররাতে মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকায়। এখানে বাস- মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ শ্বশুর-পূত্রবধু ও নাতিসহ চারজন নিহত হয়েছেন। এরা সকলে বিদেশ ফেরত স্বজন হারুন অর রশিদ কে ঢাকার এয়ারপোর্ট তেকে আনার জন্য রওনা হয়েছিল। এতে আরও অন্তত: ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার দামগড়া গ্রামের বাসিন্দা সোলাইমান মিঞা (৬৫), তার ছেলে হারুন-অর রশিদের স্ত্রী লিলি আক্তার (৩২) ও নাতি সাগর (১৩)। নিহত অপরজন মাইক্রোবাসের চালক। তার নাম পরিচয় জানা যায়নি।রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টরজানান,বগুড়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রেবাসটি দুমরে-মুচরে গিয়ে ঘটনাস্থলে মারা যান তিনজন। এ ঘটনায় মাইক্রোবাসটির চালকসহ উভয় পরিবহনের আরও ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠায়। হাসপাতালে নেয়ার পথে মারা যান মাইক্রোবাসের চালক। অপর দিকে সকাল সাতটায় রায়গঞ্জে উপজেরার সোল মাইল এরাকায় একটি কাবার্ড ভ্যান ভ্যান রিক্সার উপর তুলে দিলে ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হয়েছে। সকাল দশটায় মহাসড়কের চান্দাইকোনা বগুড়া বাজারে বগুড়া থেকে ঢাকাগামী একতা পরিবহন ও উত্তরবঙ্গগামী নিজাম পরিবহণের মুকোমুখী সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহতের সংখ্যা আনুমানিক ২০ জন। তবে মর্মান্তিক দুর্ঘটনা ঘুড়কা বেলতলা এলাকায়। বিদেশে চাকুরী থেকে ফেরা হারুন-অর-রশিদকে রিসিভ করতে মাইক্রোবাসযোগে আত্মীয়স্বজনসহ ঢাকাএয়ারপোর্টে যাচ্ছিলেন তার বাবা, স্ত্রী ও সন্তান। দুর্ঘটনায় তিনজনই প্রাণ
×