ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন কলেজছাত্র, এক জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৬, ২৯ জুন ২০১৭

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন কলেজছাত্র, এক জনের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ জুন ॥ দোহারের মৈনটে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ রাজধানীর তিন কলেজ শিক্ষার্থীর মধ্যে ঈসতিয়াক আহমেদ মুহিন নামে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র। এখনও নিখোঁজ রয়েছে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী সুপ্রিয় ঢালী ও মিরপুর মণিপুরি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী সালমান বিন জামাল। নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গত মঙ্গলবার দুপুরের দিকে মাহিন, সুপ্রিয়, সালমান, অপূর্ব ও ফাহিম এই পাঁচ বন্ধু ঢাকা থেকে একটি প্রাইভেটকার নিয়ে মৈনট বেড়াতে আসে। বেলা চারটার দিকে মাহিন, সুপ্রিয় ও সালমান মৈনট ঘাটের অদূরে পদ্মা নদীতে নেমে লাফালাফি করতে থাকে। এ সময় একইসঙ্গে বেড়াতে আসা অপূর্ব ও ফাহিম নদীপাড়ে দাঁড়িয়ে তাদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করছিলেন। নিমিষেই পানির স্রোতে তলিয়ে যায় মাহিন, সুপ্রিয় ও সালমান। তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘাট কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় অপূর্ব ও ফাহিম। খবর পাওয়া মাত্র দোহার থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরিদের দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। মঙ্গলবার রাত দশটার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরিরা। রাত তিনটা পর্যন্ত অভিযান চলে। বুধবার সকাল থেকে ফের যৌথ উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। খবর পেয়ে ঢাকা থেকে ঘটনাস্থলে ছুটে আসে নিখোঁজ ওই তিন শিক্ষার্থীর স্বজনরা। উদ্ধারকৃত মুহিনের লাশ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমিন বলেন, বুধবার সন্ধ্যে পর্যন্ত অভিযান চালিয়ে ঈসতিয়াক আহমেদ মুহিনের মৃতদেহ উদ্ধার করেছে। সন্ধ্যার সময় নদীতে অন্ধকার হওয়ায় অভিযান স্থগিত রাখা হয়েছে। আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ ২ জনের সন্ধান না পাওয়া যায় অভিযান অব্যাহত থাকবে।
×