ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুর সাফারি পার্কে আরেকটি জিরাফের শাবক প্রসব

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ জুন ২০১৭

গাজীপুর সাফারি পার্কে আরেকটি জিরাফের শাবক প্রসব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের আরও একটি জিরাফ শাবক প্রসব করেছে। এ নিয়ে ১১দিনের ব্যবধানে এ পার্কের দু’টি জিরাফ দুই বাচ্চার মা হয়েছে। সন্তানসহ মা জিরাফ সুস্থ রয়েছে। বর্তমানে পার্কে বাচ্চাসহ জিরাফের সংখ্যা ১০ বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। সম্প্রতি পার্কের দু’টি জিরাফের মৃত্যুর কারণ হিসেবে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াকে চিহ্নিত করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে কর্মরত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন জানান, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চার দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি জিরাফ আনা হয়। কিন্তু ২০১৬ সালের মাঝামাঝি সময়ে দু’টি এবং ২০১৭ সালের ১৭মে দু’টিসহ মোট চারটি জিরাফ অসুস্থ হয়ে মারা যায়। ১৩ জুনের বাচ্চাটি হলো মাদি এবং সর্বশেষ ২৪ জুন জন্ম নেয়া বাচ্চাটি পুরুষ। প্রসবের পর থেকে বাচ্চাদের নিয়ে মা জিরাফ দুটি বেষ্টনীতে অন্যদের থেকে আলাদা হয়ে চলাফেরা করছে। শাবকসহ মা জিরাফরা সুস্থ রয়েছে। বাচ্চাগুলো কিছুক্ষণ পরপর মায়ের দুধ পান করছে এবং খেলা করছে। জিরাফের বাচ্চাদের মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার খেতে অভ্যস্ত করা হচ্ছে। সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেয়া দু’টি শাবক ও তাদের মায়ের সুস্থতার জন্য জিরাফ বেষ্টনী এলাকায় একজন ভেটেরিনারি চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক পরিচর্যা করা হচ্ছে। তাদের স্বাভাবিক খাবার গাজর, ছোলা, কলা, সবুজ ঘাস ও গমের ভুষি ছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন দেয়া হচ্ছে। নবজাতকরা দিনভর মায়ের সঙ্গে জিরাফ বেষ্টনীতে ছুটোছুটি করে বেড়াচ্ছে।
×