ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চারদিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

প্রকাশিত: ০৫:০২, ২৯ জুন ২০১৭

চারদিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ ঈদের চারদিনের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন ৩১ জন। আহত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে খাগড়াছড়িতে মা ও মেয়েসহ তিনজন, সিরাজগঞ্জে তিনজন, গোপালগঞ্জে এক শ্রমিক, দিনাজপুরে ব্যবসায়ী, ময়মনসিংহে একজন, বরগুনায় মা ও মেয়ে, রূপগঞ্জে নারী, ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ, রাজশাহীতে হোটেল ব্যবসায়ী, ফরিদপুরে চারজন, বরিশাল-বাগেরহাট-চট্টগ্রামে একজন করে এবং কুমিল্লা-সীতাকুন্ড-মাগুরা-গাজীপুর-নওগাঁয় মারা গেছেন দুইজন করে। রবি, সোম, মঙ্গল ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও পার্বত্যাঞ্চল প্রতিনিধিদের। জানা গেছে, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১৩ জন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তরিকুল ইসলাম (২০) পিতা বাকের ফরাজী, রিপন নেছা (২৩) স্বামী মোঃ ইউনুস ও তার ৪ বছরের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস। এর মধ্যে রিপন আক্তার ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলেও প্রাথমিকভাবে জানা যায়। নিহতরা একই উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। জানা যায়, সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এম এ মোর্শেদ, চট্টগ্রাম-জ- ১১০০০৭ নামে যাত্রীবাহী লোকাল বাসটি ছেড়ে যায়। এর মধ্যে গুইমারা উপজেলার কালাপানি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের উপরে উল্টে যায়। এতে চাপা পড়ে মা ও শিশুসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়। এ বিষয়ে গুইমারা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খাগড়াছড়ি থেকে এম মোর্শেদ (চট্ট-মেট্রো-জ ১১০০-৭) নামের বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। গুইমারা উপজেলার কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে বুধবার দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এদের মধ্যে শাহজাদপুরে বাসচাপায় মোটর সাইকেলের আরোহী আনোয়ার হোসেন ও তার শ্যালক- শরিফুল ইসলাম নিহত এবং উল্লাপাড়ায় সিএনজি অটোরিক্সার চাকা ফেটে সবুজ (২০) নামের অপর এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হাটিকুমরুল হাইয়ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মোটর সাইকেলযোগে তিন আরোহী উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাবার পথেব ঘটনাস্থলে পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার ও শরীফুল মারা যান। আহত হন নুরু সেখ নামের অপর এক যাত্রী। তাকে শাহজাদপুরের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে উলাপাড়ায় সিএনজি চালিত অটোরিক্সা খাদে পড়ে সবুজ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে দীলিপ কুমার সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত এবং আরও ১০ শ্রমিক আহত হয়েছে। বুধবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, সাতপাড় এলাকা থেকে একটি পিকআপ-ভর্তি ৩০-৩৫ জন পাটকাটা-শ্রমিক টেকেরহাট যাচ্ছিলেন। পথে ভেন্নবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআটটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই দীলিপ কুমার সরকার নিহত হন। বরগুনা ॥ আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে সড়ক দুঘর্টনায় মা সুখী বেগম (২২) ও কন্যা আয়শা (৪) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুর ১২ টার দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, চট্টগ্রাম গামী রোহান পরিবহন যাত্রী নিয়ে তালতলী বাস কাউন্টার থেকে সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। আমতলী-তালতলী সড়কের আলীর বন্দর নামক স্থানে আসলে পিছন দিক থেকে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মাহেন্দ্রোর যাত্রী সুখী বেগম ও কন্যা আয়শা ছিটকে রাস্তায় পরে গেলে বাস চাপা দেয়। ঘটনাস্থলে মা সুখী বেগম নিহত হয়। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেগুনা চাপায় আয়েশা বেগম (৫০) নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই নারীর ছেলে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত আয়েশা বেগম সিলেট জেলার সুনামগঞ্জ থানার রতনপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মড়াসড়কের বালিয়াডাঙ্গী চৌরাস্তা কাঁচা বাজারের সামনে বুধবার সকাল সাড়ে ১১টায় দ্রুতগামী মহেন্দ্র’র চাপায় আব্দুল মজিদ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের মৃত দবির উদ্দীনের পুত্র আব্দুল মজিদ বালিয়াডাঙ্গী চৌরাস্তার একটি ফামের্সী হতে ঔষধ ক্রয় করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বালু বোঝাই মাহেন্দ্র তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তখন মাহেন্দ্রর চালক তা ফেলে পালিয়ে যায়। রাজশাহী ॥ রাজশাহীর মোহনপুর থানার মোড়ে বাস চাপায় এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। নিহত হোটেল ব্যবসায়ীর নাম মুকুল হোসেন। তিনি উপজেলার হরিচন্দ্রপাড়া গ্রামের লোকমান আলীর ছেলে। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। নিহতরা হলেন, আমজাদ হোসেন (২৭) ও মাসুদ আলী (১৮)। মঙ্গলবার বিকেলে ভেড়ামারা উপজেলার বারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হচ্ছেন বিশারীঘাটা গ্রামের ইউসুব জোমাদ্দারের ছেলে লিটন জোমাদ্দার (৪০)। এদিকে বাগেরহাটের ফকিরহাটে নিজ গ্রামে ঈদ উদযাপন শেষে মঙ্গলবার বিকেলে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ক্রিকেটার রাজ্জাক। পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম রাত পৌনে বারোটার দিকে ফেসবুকে আব্দুর রাজ্জাদের দুর্ঘটনার খবর জানিয়ে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ক্রিকেটার আব্দুর রাজ্জাকের বাড়ি ফকিরহাট উপজেলার সৈয়দপাড়া গ্রামে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহম্মেদ জানিয়েছেন। চট্টগ্রাম ॥ চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব ফিরোজ শাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ রুবেল (২৫)। আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সীতাকু- ॥ সীতাকু-ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামাসহ ২ জন নিহত হয়েছে। রবিবার ও মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ও মাদামবিবিরহাট এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস উপজেলার ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী রাইজিং এন্টারপ্রাইজ নামক একটি ফার্নিচার দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসের চাপায় পিষ্ট হয়ে মোঃ মোশারফ হোসেন (৫৫) নামে ফার্নিচার দোকানের কর্মরত ম্যানেজারের মৃত্যু হয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মাদামবিবিরহাট সোনারগাঁ পেট্রোলপাম্প এলাকা অতিক্রমকালে রাস্তা পার হওয়া অজ্ঞাত (৩০) নামে এক যুবককে চাপা দেয়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাগুরা ॥ মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। সোমবার ইদের দিন সকালে মাগুরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। জানা যায়, মাগুরা-ফরিদপুর মহাসড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দি নামস্থানে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ একটি ট্রাককে ওভার টেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত এবং অপর ২ যাত্রী আহত হয়েছে। এদিকে ইদের আগের দিন রবিবার সকালে মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার কান্দা বাঁশ কোঠা গ্রামে গ্রামবাংলার চাপায় ওলিয়ার রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ওলিয়ার একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। গাজীপুর ॥ ঈদেরদিন সোমবার বঙ্গবন্ধু সাফারি পার্কে বেড়াতে যাওয়ার সময় গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলো- শ্রীপুরের কেওয়া দক্ষিণ খ- গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্সটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)। স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদ সেলামি নেয়ার জন্য ঈদের নামাজ আদায় করে মামা বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল মাদ্রাসা ছাত্র রাব্বি হাওলাদার (১২)। ভাগ্যের নির্মম পরিহাসে পথিমধ্যে মহাসড়ক পারাপারের সময় ঘাতক মাইক্রোবাসের চাপায় দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অজ্ঞাতনামা কিশোর পরিচয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছে কিশোর রাব্বি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে ঈদের দিন সকাল দশটায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার হ্যালিপ্যাড সড়কের সামনে। ফরিদপুর ॥ ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জিয়াখুলী নামক স্থানে রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগিনাসহ ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, ঈদ উপলক্ষে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৬৮৮৩) খুলনা যাচ্ছিল। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জিয়াখুলী নামক স্থানে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী নগরকান্দা উপজেলার জিয়াখুলী গ্রামের নুরুল ইসলাম তালুকদারের পুত্র ইমরান তালুকদার (৩৫), তার ভাগ্নে ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের আশরাফ আলীর পুত্র তাইমুন (৭) মারা যান। স্থানীয়রা পানি থেকে তাদের লাশ উদ্ধার করে। গুরুতর আহত প্রাইভেটকারের চালক খুলনা জেলার সোহেল মীরকে (৩০) হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ৫ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর থেকে উপজেলার সাদীপুর গ্রামের হারুন তালুকদারের পুত্র মিজানুর রহমান তালুকদারকে (৪৫) পাওয়া যাচ্ছিল না। মিজানুরও দুর্ঘনার সময় ব্রিজের পাশে দাঁড়ানো ছিল। অনেক খোঁজার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মিজানুরের মৃতদেহ জিয়াখুলী ব্রিজের নিচে ছুলনা নদীর কচুরিপানার নিচ থেকে স্থানীয়রা উদ্ধার করে। নওগাঁ ॥ ঈদের আগেরদিন রবিবার দুপুর দেড়টার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের পিড়ামোড় নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সামসুদ্দীন (২৮) নিহত হয়েছে। ওইসময় সে নওগাঁ শহর থেকে ঈদের বাজার সেমাই চিনি কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। নিহত সামসুদ্দিন নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বিল-পাকুড়িয়া গ্রামের আফছার আলীর ছেলে। অপরদিকে ঈদের পরদিন মঙ্গলবার সকালে নওগাঁর পতœীতলা উপজেলার বাঁকরইল আশ্রয়ণ মোড়ে সাপাহারগামী একটি ট্রাকের চাপায় হাসান আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হাসান বাঁকরইল আশ্রয়ণ নিবাসী মৃত শফি উদ্দিনের পুত্র।
×