ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উইন্ডো ক্র্যাক

মালিন্দো এয়ারের জরুরী অবতরণ

প্রকাশিত: ০৪:১৫, ২৯ জুন ২০১৭

মালিন্দো এয়ারের জরুরী অবতরণ

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিন্দো এয়ারের একটি উড়োজাহাজ জরুরী অবতরণ করেছে। সোমবার বিকেলে উইন্ডো ক্র্যাক (ফাটল ধরা) পড়ায় মালয়েশিয়াগামী ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ১৩৬ যাত্রীর কোন ক্ষতি হয়নি। বিমানবন্দর সূত্র জানায়, সোমবার দুপুর দুইটার দিকে ১৩৬ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। আকাশে ওড়ার কিছু সময় পর উড়োজাহাজের উইন্ডো ক্র্যাক করে। এরপর ফ্লাইটটি মালয়েশিয়া না নিয়ে ঢাকায় জরুরী অবতরণ করে। এ প্রসঙ্গে এয়ারপোর্ট আমর্ড পুলিশের সিনিয়র এএসপি জিয়াউল হক বলেন, মালয়েশিয়াগামী মালিন্দো এয়ারের ফ্লাইটটি উইন্ডো ক্র্যাক হওয়ায় ঢাকায় জরুরী অবতরণ করে। ফ্লাইটের যাত্রীদের পরের ফ্লাইটগুলোতে পাঠানো হয়। অন্য একটি এয়ারলাইন্সের এক প্রকৌশলী বলেন, সাধারণত একটি উড়োজাহাজ অভ্যন্তরীণ ফ্লাইটে ১৪ থেকে ১৭ হাজার ফুট ওপর দিয়ে যায়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ৩৭ হাজার ফুটের ওপরেও উঠে। আকাশে সেই উচ্চতায় অক্সিজেন কম থাকে। কিন্তু উড়োজাহাজের ভেতরে ভূমির মতো চাপ নিয়ন্ত্রণ করে রাখা হয়। উইন্ডো ক্র্যাক করলে উড়োজাহাজের ভেতরেও চাপ বেড়ে যাবে। যাত্রীদের শরীরে চাপ বেড়ে গিয়ে নাক, মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। দীর্ঘসময় এমন চাপে থাকলে মানুষের মৃত্যুও হতে পারে। উইন্ডো ক্র্যাক করলে দ্রুত ১৪ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজ নামিয়ে আনতে হয়। মালিন্দো এয়ারের এক কর্মকতা বলেন, যাত্রীদের হোটেলে রাখা হয়। পরে দ্রুত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় পাঠানো হয়। বিয়েবান্ধব দ্বীপ ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ সাইপ্রাস। ইসরাইল ও লেবানন থেকে প্রতি বছর প্রায় তিন হাজারেরও বেশি প্রেমিক-প্রেমিকা শুধু বিয়ে করার জন্য দ্বীপটিতে আসেন। কারণ এখানে বিয়ের খরচ কম হয় এবং বিয়ের জন্য মাত্র ১৫ মিনিট সময় লাগে। -ওয়েবসাইট অস্ট্রেলিয়ার বুকে মিনি ভারত অস্ট্রেলিয়ার বুকে তৈরি হচ্ছে আরেকটা মিনি ভারত। দেশটির দ্বিতীয় বৃহত্তম অভিবাসী ভারতীয়রা। ২০১১ সাল থেকে ভারতীয়রাই এই দ্বিতীয় স্থানটি দখল করে রেখেছে। সব মিলিয়ে এখন অস্ট্রেলিয়ায় চীনকে হারিয়ে জনসংখ্যার বিচারে এগোতে পারে কী না ভারত সেটাই দেখার বিষয়। -ইয়াহু নিউজ
×