ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর ইন্তেকাল

প্রকাশিত: ০৪:১৫, ২৯ জুন ২০১৭

প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ প্রবীণ অভিনেতা ও সঙ্গীতশিল্পী নাজমুল হুদা বাচ্চু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মরদেহ দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে বুধবার দুপুরে। এর আগে বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা হয়। প্রবীণ এ অভিনেতার জানাজাতে নায়ক উজ্জ্বল ও সম্রাট ছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের তেমন কাউকে উপস্থিত হতে দেখা যায়নি। বুধবার ভোর চারটা ১৪ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। অভিনেতা বাচ্চুর স্ত্রী লিনা নাজমুল জানান, ঈদের দু’দিন আগ পর্যন্ত নাজমুল হুদা বাচ্চু শূটিং করেছেন। গত শনিবার শূটিং থেকে রাজধানীর ইন্দিরা রোডের এ্যাপার্টমেন্টে ফেরার পর জ্বর হয় তার। একই সঙ্গে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যায়। ঈদের দিন দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তার হার্টে সমস্যা ধরা পড়ে। সেখানেই বুধবার চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পেয়ে সকালে ইন্দিরা রোডের বাসায় ছুটে যান অনেকে। এর মধ্যে অভিনেতা হাসান ইমাম, মামুনুর রশীদ, মাসুম আজিজ, আজিজুল হাকিম, কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, উপস্থাপক হানিফ সংকেত অন্যতম। নাজমুল হুদা বাচ্চু ১৯৩৮ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন। জীবনের শুরুটাই তার সঙ্গীত দিয়ে। অথচ সঙ্গীতশিল্পী না হয়ে তিনি হলেন অভিনেতা। চলচ্চিত্র এবং নাটকের কিংবদন্তি অভিনেতা হিসেবেই তার পরিচিতি। এর বাইরেও তিনি একজন সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক ছিলেন। ছাত্র জীবনেই বাংলাদেশ টেলিভিশনের প্রয়াত প্রযোজক মনিরুল আলমের প্রযোজনায় একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে তার অভিষেক ঘটে। তবে শুরুর দিকে দেশ স্বাধীনের আগে আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় নির্মিত ‘চাচা-ভাতিজা’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। চলচ্চিত্রে নাজমুল হুদা বাচ্চুর অভিষেক ঘটে একজন প্লে ব্যাক সিঙ্গার হিসেবে। ১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রয়াত রবিন ঘোষের সুর সঙ্গীতে ‘অভিমান করোনা’ গানটিতে প্রথম কণ্ঠ দেন। এর পর তিনি ‘জোয়ার এলো’, ‘চান্দা’, ‘ফির মিলিঙ্গে হাম দোনো’, ‘কার পাপে’সহ বহু চলচ্চিত্রে প্লে ব্যাক করেন। বাবুল চৌধুরীর নির্দেশনায় তিনি প্রথম ‘আঁকাবাঁকা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি বাংলাদেশে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন নাট্যাংশে নিয়মিত অভিনয় করতেন। মৃত্যুকালে স্ত্রী লিনা নাজমুল ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা।
×