ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইনাম আহমদ চৌধুরীর ৮০তম জন্মদিন আজ

প্রকাশিত: ০৪:১৪, ২৯ জুন ২০১৭

ইনাম আহমদ চৌধুরীর ৮০তম জন্মদিন আজ

সাবেক সচিব ও বিশিষ্ট কলামিস্ট ইনাম আহমদ চৌধুরীর ৮০তম জন্মদিন আজ। এ উপলক্ষে সাথী নাট্যগোষ্ঠী, ঢাকাবাসী, হিন্দু যুবকল্যাণ সমিতি ও কর্মীসংঘসহ তার শুভাকাক্সক্ষীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। ইনাম আহমদ চৌধুরীর জন্ম সিলেটে, ১৯৩৭ সালের ২৯ জুন। তার পিতা প্রখ্যাত প্রশাসক এবং ক্রীড়া সংগঠক মরহুম গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী এবং মাতা রফিকুনেচ্ছা খাতুন চৌধুরী। তার শিক্ষাজীবন শুরু হয় শিলংয়ে। ভারতের মেঘালয়ে উচ্চতর শিক্ষা নেন তিনি। এ ছাড়া ঢাকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও জনপ্রশাসনে তিনি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৬০ সালে যোগদান করেন (সিএসপি) সিভিল সার্ভিস অব পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশে সচিব ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। তিনি প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দেশের বেসরকারী খাতের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। কূটনীতিক হিসেবেও দীর্ঘকাল দায়িত্ব সম্পাদন করেন। ছিলেন লন্ডনের ইকোনমিক মিনিস্টার এবং জাতিসংঘের ব্যাংকস্থ এসকাপের সচিব। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ধার্য গাড়ী, ধুমছাড়ি, ভাবনায় বাংলাদেশ, নতুন ছবি ইত্যাদি। দীর্ঘকাল ঢাকাবাসীর পৃষ্ঠপোষক এবং ইকপ্যাক্ট এর ট্রাস্টী। -বিজ্ঞপ্তি সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না বিআরটিএর নির্দেশ স্টাফ রিপোর্টার ॥ যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না নামাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এই সংস্থার পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। চালকদের প্রতি অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর নির্দেশ দিয়ে বলা হয়, বাসের ছাদে বা ট্রাকে কোন অবস্থাতেই যাত্রী পরিবহন করা যাবে না। সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিআরটিএর জরুরী সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করা যাবে না।
×