ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটিয়ায় বিদ্যুৎ পৃষ্ঠে হয়ে নিহত ৩

প্রকাশিত: ০০:৫৯, ২৮ জুন ২০১৭

পটিয়ায় বিদ্যুৎ পৃষ্ঠে হয়ে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ দুগ্ধ খামারীর চোরাই বিদ্যুৎ লাইনে পটিয়া উপজেলার শিকলবাহা চৌমহনী এলাকায় বিদ্যুৎতায়িত হয়ে দুই সহোদরসহ তিনজনের প্রাণহানি হয়েছে। তারা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া থানার বকসীঘোনা এলাকার মৃত ইজ্জত আলীর দুই পুত্র মোঃ হোসেন হান্নান (২০) আবদুল মান্নান (২৪) ও একই এলাকার মৃত শেয়ার আলীর পুত্র মোঃ নুর (২৮)। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে পিএবি-পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের সুলতান ভান্ডার মাজার গেইট সংলগ্ন খাল থেকে একটি অটোরিক্সা তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনা ঘটে। পটিয়া থানা পুলিশ লাশ তিনটি উদ্ধার করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন রাত ১২টা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত গ্যাস পাম্প বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষনার পর পরেই দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কক্সবাজার জেলা এলাকা থেকেও কয়েক হাজার অটোরিক্সা মহাসড়ক হয়ে গ্যাস নিতে পটিয়া ও কর্ণফুলী এলাকায় ভীড় করে। কর্ণফুলী এলাকার ‘ফসিল’ গ্যাস পাম্প এলাকায় কক্সবাজারের পেকুয়ার দুই সহোদরসহ তিনজন অটোরিক্সা নিয়ে দাঁড়ান। এসময় পিছন থেকে অপর একটি অটোরিক্সা তাদের গাড়িটিকে ধাক্কা দিলে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। অটোরিক্সাটি রশি দিয়ে বেঁধে তুলতে গিয়ে চোরাই বিদ্যুত লাইনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনজনেই মারা যান। শিকলবাহা এলাকার জনৈক মোঃ ইউছুপের ডেইরী খামারের চোরাই বিদ্যুৎতের তার খাল ও কালভার্টের নিচ দিয়ে যাওয়ার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে বিষয়টি অস্বীকার করেছেন ডেইরী খামারী মোঃ ইউছুপ। তিনি দাবি করেছেন, তার (ইউছুপ) বৈধ মিডার রয়েছে। বিদ্যুতের তারটি কালভার্টের নিচ দিয়ে পার্শ্ববর্তী বাসা বাড়ীতে নিয়েছে। তবে তিনি নাম জানাতে পারেননি। পরবর্তীতে এ প্রতিবেদক যোগাযোগ করা হলে ইউছুপের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, ডেইরী খামারী মোঃ ইউছুপ কালভার্টের নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার কারণে বিদ্যুৎতায়িত হয়ে দুই সহোদরসহ তিনজনের প্রাণহানি হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
×