ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০০:২৪, ২৮ জুন ২০১৭

ঈদের পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

অনলাইন ডেস্ক ॥ ঈদের চার দিন ছুটি শেষে আজ বুধবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে ছুটি শেষে প্রথম দিনে ব্যবসায়ী, কাস্টম কর্মকর্তা ও পোর্ট কর্তৃপক্ষ উপস্থিতি কম থাকায় খালাশ প্রক্রিয়া চলছে ধীরগতিতে। বেনাপোল কাস্টম কার্গো সূত্রে জানা গেছে, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি চালু হয়েছে। তবে আমদানি-রফতানি চালু হলেও বন্দরে কর্ম চাঞ্চলতা ফিরে আসেনি। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে মাত্র ২৫ ট্রাকপণ্য ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং বেনাপোল থেকে ১০ ট্রাকপণ্য ভারতে রফতানি হয়েছে।
×