ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে সেই পাকিস্তানি‌ সমর্থকদের জামিন

প্রকাশিত: ২৩:০৫, ২৮ জুন ২০১৭

ভারতে সেই পাকিস্তানি‌ সমর্থকদের জামিন

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ভারতের মধ্যপ্রদেশের মোহাদ গ্রামের ১৫ জন আনন্দে মেতেছিলেন। সেই সঙ্গে তারা ভারতবিরোধী স্লোগান তুলেছিলেন। এই অপরাধে পুলিশ গ্রেপ্তার করে ১৫ জনকেই। এরপর আদালতে শুনানির দিন তাদের জামিন নাকচ হয়ে যায়। জেল হেফাজতেই থাকতে হয় তাদের। অবশেষে মঙ্গলবার সেই ১৫ জন পাকিস্তানি সমর্থক জামিন পেলেন। জানা যায়, পুলিশ প্রথমে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিল এই ১৫ জনের বিরুদ্ধে। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন কারাবাস হত তাদের। শুধু তাই নয়, এই অপরাধ জামিনযোগ্যও নয়। কিন্তু পরবর্তীতে দেশদ্রোহিতার অভিযোগ তুলে নেয় পুলিশ। পরিবর্তে মোহাদ গ্রামের ১৫ জন বাসিন্দার বিরুদ্ধে জাতির প্রতি ক্ষোভ উগড়ে দেওয়ার অভিযোগ আনা হয়। পুলিশের অভিযোগকে চ্যালেঞ্জ জানান মোহাদ গ্রামের বাসিন্দা সুভাষ কোলি। তখন পুলিশ জানায় পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার এই ১৫ জন গ্রামবাসী আনন্দে মেতেছিল। তারা বাজি ফাটিয়েছে। মিষ্টি বিতরণ করেছে। এমনকি স্লোগানও তুলেছে। এরপর সুভাষ কোলি আদালতকে জানান যে পুলিশের সব অভিযোগই মিথ্যে। পুলিশ জোরালো কোনো প্রমাণও দিতে পারেনি। এরপরই খান্দাওয়া জেলার জেল থেকে জামিন পান সেই ১৫ জন পাকিস্তানি সমর্থক।
×