ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে সাবেক এমপির গাড়িবহরে দুইদফা হামলা

প্রকাশিত: ২২:১৪, ২৮ জুন ২০১৭

বরিশালে সাবেক এমপির গাড়িবহরে দুইদফা হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উত্তর জেলা বিএনপি সভাপতি ও বরিশাল-৪ আসনের সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদের গাড়ীবহরসহ তার ওপর দুইদফা হামলা চালিয়েছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। হামলাকারীরা প্রায় ২৫টি মোটরসাইকেল ভাংচুর করেছে। হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ জানান, তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেলযোগে হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রামে সদ্য সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক মাসুদুল আলমের কবর জিয়ারত শেষে হিজলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে দুপুর বারোটার দিকে দূর্গাপুরের বান্দেরহাট কাঠাল বাগানের সামনে পৌঁছলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে তার শতাধিক সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাড়ি বহরে হামলা চালায়। হামলায় তিনিসহ (মেজবা উদ্দিন ফরহাদ) বিএনপি নেতা অধ্যাপক মাজহার উদ্দিন, যুবদল নেতা মীর মাহফুজুর রহমান এলিট, উপজেলা ছাত্রদলের সহসভাপতি জহির রায়হান, শ্রমিক দলের নেতা খোরশেদ আলমসহ কমপক্ষে ১০জন আহত হয়। হামলাকারীরা ২৫টি মোটরসাইকেল ভাংচুর করেছে। সাবেক সাংসদ আরও অভিযোগ করেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সরিয়ে দেয়ার পর তিনি নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার তালুকদারের বড়জালিয়া বাসায় আশ্রয় নেন। সেখানেও তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এসময় সেখানে দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলা কিংবা আহতর অভিযোগ অস্বীকার করে হিজলা থানার ওসি মাসুদুর রহমান বলেন, উভয়দলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়ার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
×